আমার ভাইয়ের রক্তে রাঙানো

 শাবাশ বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয় ...। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এই সত্যটিরই প্রমাণ দিয়েছেন আমাদের ভাষা শহীদ সালাম, বরকত, রফিক ও জব্বারসহ নাম না জানা অনেকে।
তাঁরা জীবন দিয়েছেন তবু মাথা নত করেননি। রক্ত দিয়েছেন তবু পিছপা হননি। তাই তাঁদের শুধু আমরা নই, আজ বিশ্ববাসীও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। একুশের পথ ধরে নানাভাবে বাঙ্গালী জাতি সমৃদ্ধ হয়েছে ভাষাকে আরও বেশি জানার আর বেশি ভালবাসার চেতনায়। বাঙালী সংস্কৃতির শিকড় সন্ধানে দেশ-বিদেশে অনেক বাঙালী গবেষণা কর্মে ব্যাপত হয়েছেন একুশের চেতনায় সিক্ত হয়ে। সেপথ ধরে বাংলা ভাষার বিকাশের জন্য কাজ করছেন অনেক নিবেদিত শিৰাবিদ। তাঁদের অকানত্ম পরিশ্রম আর প্রচেষ্টায় ফসল হিসাবে আমরা পেয়েছি অনেক বই, অভিধান। এখনও ওই সব দেনা-পাওনা অব্যাহত রযেছে এবং থাকবে। প্রত্যেক বছর একুশে উপলৰে বইমেলায় বের হয় অনেক গল্প উপন্যাস কবিতা, ইতিহাস ও জীবনী গ্রন্থ। অনুবাদ গ্রন্থও থাকে। সবই আমাদের একুশে চেতনার ফসল, আন্দোলনে জয়ের ফসল। তাই ভাষা শহীদদের ত্যাগকে স্বীকার করে ভাষার মাস হলেই তাঁদের স্মরণে আয়োজন করা হয় মাসব্যাপী অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় আজ রবিবার বাংলা একাডেমীর মূল মঞ্চে ভাষা সংগ্রামী আবুল কাশেমকে নিয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। প্রবন্ধ পাঠ করবেন হোসনে আরা শাহেদ। আলোচনায় অংশ নেবেন ফজলুল হক সরকার ও অধ্যাপক ড. সাইফুদ্দীন চৌধুরী।

No comments

Powered by Blogger.