যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ভুল নীতি পরিচালনা করছে অভিযোগে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ‘সামরিক একনায়কত্ব’ সম্পর্কিত মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে ইরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকির উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা আইএএলএ জানায়, যুক্তরাষ্ট্র নিজেরাই একধরনের সামরিক একনায়কত্বে জড়িত এবং বাস্তবিকভাবেই তারা এ অঞ্চলের বাস্তবতা এবং সত্যকে অবহেলা করছে।
মোত্তাকির উদ্ধৃতি দিয়ে আইএএলও আরও জানায়, মধ্যপ্রাচ্য সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভুল মনোভাব রয়েছে এবং তারা তাদের অতীতের ভুল নীতিগুলোই চালিয়ে যাচ্ছে।
ইরান সামরিক একনায়কত্বের দিকে এগোচ্ছে এবং সরকারে রেভল্যুশনারি গার্ডেরই প্রাধান্য দেখা যাচ্ছে বলে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অভিযোগ করেন। সেই সঙ্গে ইরানের ওপর নতুন করে জাতিসংঘ অবরোধ প্রয়োজন বলে তিনি জানান

No comments

Powered by Blogger.