এবার বাঘের পরিচয়পত্র!
মানুষের মতো এবার ভারতের ব্যাঘ্রকুলকেও দেওয়া হবে পরিচয়পত্র। ওই পরিচয়পত্রে থাকবে ভারতের এ-জাতীয় পশুর সংক্ষিপ্ত পরিচয়। থাকবে বাঘের ছবি, চামড়ার প্রতিচ্ছবি, পশুটির বিশেষ গুণাবলি, শিকারসংখ্যা, রেডিও কলারের তথ্যসহ অন্যান্য তথ্য। এর ফলে ভারতের প্রতিটি বাঘের ওপর নজর রাখতে পারবে সরকার। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ‘ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি’র (এনটিটিএ) সম্পাদক রাজেশ গোপাল সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আমরা ভারতের ১৭টি রাজ্যকে এ পরিচয় দেওয়ার কথা বলেছি। দেশের ৩৭টি অভয়ারণ্যকে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। সরকারি হিসাবে গোটা দেশে এক হাজার ৪০০ বাঘ রয়েছে। এ বছরে এখন পর্যন্ত ৫৬টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪টি মারা পড়েছে চোরা শিকারিদের হাতে।’
তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আমরা ভারতের ১৭টি রাজ্যকে এ পরিচয় দেওয়ার কথা বলেছি। দেশের ৩৭টি অভয়ারণ্যকে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। সরকারি হিসাবে গোটা দেশে এক হাজার ৪০০ বাঘ রয়েছে। এ বছরে এখন পর্যন্ত ৫৬টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪টি মারা পড়েছে চোরা শিকারিদের হাতে।’
No comments