প্রথমবারের মতো বাংলাদেশে ফায়ারকাট

শনিবার দুপুর দুইটা। চুল কাটাতে ঢুকলাম নগরীর জনপ্রিয় জেন্টস পার্লার ও স্যালুন অ্যাডোনিসে। অ্যাডোনিসে ঢুকতেই চোখ উঠে গেল কপালে। ২২ বছর বয়সী এক তরুণের মাথায় দাউ দাউ করে জ্বলছে আগুন। আর সেই আগুনের মধ্যে চিরুনি আর কাঁচি দিয়ে সুনিপুণভাবে নিজের কাজ করে যাচ্ছেন ফায়ারকাট এক্সপার্ট মোহাম্মদ জয়নাল। ব্যাপারটি দেখে কিছুটা ঘাবড়ে গেলেও পরে জানলাম এটিই চুলের স্টাইল ও চুল সেটিং করার নতুন পদ্ধতি। নতুন এই হেয়ার স্টাইলের নাম ‘ফায়ারকাট’। বাংলাদেশে প্রথমবারের মতো ফায়ারকাট এনেছে অ্যাডোনিসই। চুলের কাট সম্পর্কে জয়নাল বলেন, ফায়ারকাটটি মূলত পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারতসহ বিশ্বের অনেক দেশেই ব্যাপক জনপ্রিয়। যাদের চুল বসা কিংবা যাদের চুল অত্যন্ত সিল্কি তারা চাইলেই ইচ্ছা মতো স্টাইল করতে পারবেন। ফায়ারকাটে চুলটা ফিনিশিং দিলে সহজেই ফেদকাট, আন্ডারকাট, পাসপোড়কাট, স্পাইককাট এবং স্লাইসকাট দেয়া সম্ভব। চুল ভলিউম বা কিছুটা বাউন্সি হয়। কোনো সাইড ইফেক্ট নেই। আমাদের এক্সপার্টরা অত্যন্ত অভিজ্ঞ। তবে বাসায় ভুলেও ফায়ারকাট চেষ্টা করা যাবে না। ফায়ারকাটের মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা+।
যোগাযোগ : অ্যাডোনিস মেকওভার সেলুন, বাসা নং ৩, রোড নং ২৭, ধানমণ্ডি, ঢাকা।

No comments

Powered by Blogger.