শব্দের চেয়েও দ্রুতগতির ক্ষেপণাস্ত্রের পরীক্ষা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রথমবারের মতো এক নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এটি শব্দের চেয়েও পাঁচ গুণ দ্রুতগতিতে লক্ষ্যস্থলে আঘাত হানতে সক্ষম। হনুলুলুর কাউয়াইয়ে অবস্থিত সামরিক বাহিনীর প্যাসিফিক মিসাইল রেঞ্জ ঘাঁটি থেকে গত রোববার স্থানীয় সময় রাত দেড়টায় ‘অ্যাডভান্সড হাইপারসনিক উইপন’ ক্যাটাগরির এ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়।
পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মেলিন্ডা মরগ্যান জানান, ‘গ্লাইড ভিকল’ নামের ক্ষেপণাস্ত্রটি আধঘণ্টারও কম সময়ে উৎক্ষেপণস্থল থেকে প্রায় তিন হাজার ৭০০ কিলোমিটার দূরে কাজালেন দ্বীপে আঘাত হেনেছে। চলতি বছর শুরুর দিকে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস এক প্রতিবেদনে জানায়, বিশ্বের যেকোনো লক্ষ্যস্থলে দ্রুত আঘাত হানতে সক্ষম ‘প্রোমট গ্লোবাল স্ট্রাইক’ অস্ত্রের উন্নত সংস্করণের লক্ষ্যে সেনাবাহিনী গৃহীত কর্মসূচির অংশ হলো এই অ্যাডভান্সড হাইপারসনিক উইপন।
পেন্টাগন জানিয়েছে, শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি হবে—এ পরিকল্পনা নিয়েই এ ক্ষেপণাস্ত্র নির্মাণ করা হয়েছে।

No comments

Powered by Blogger.