মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস পালিত

 নানা আয়োজনে অহিংস নীতির প্রবক্তা মহাত্মা গান্ধীর ৬৫তম মৃত্যু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ গ্রামের গান্ধী আশ্রম ট্রাস্ট প্রাঙ্গণে ‘গান্ধীজীর আদর্শ ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে গান্ধী স্মৃতি জাদুঘরে রক্ষিত গান্ধীর আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও প্রদীপ প্রজ্বলন করেন ট্রাস্টের সচিব সদ্য পদ্মশ্রী পদক জয়ী ঝর্ণা ধারা চৌধুরী ও সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম। অনুষ্ঠানের শুরুতে মুসলিম, হিন্দু, বৌধ্য ও খ্রীস্টান ধর্মের বাণী দিয়ে কর্মসূচীর শুরু করা হয়। সাতটি সামাজিক পাপ যথাক্রমেÑ নীতিহীন রাজনীতি, চরিত্রহীন শিক্ষা, নৈতিকতাহীন বাণিজ্য, শ্রমহীন সম্পদ, মানবতাহীন বিজ্ঞান, বিবেকহীন আনন্দ ও ত্যাগহীন অর্চনা। যা অপরাধ ও বিশ্বজুড়ে সামাজিক সহিংসতার কারণ পাঠ করা হয়। পরে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা মহাত্মা গান্ধী, খুদিরাম, নেতাজি সুভাষ বসু, মহান ভাষা আন্দোলনের ভাষা শহীদ ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের রূপক হিসেবে তাঁদের অমর কর্ম তুলে ধরেন। ট্রাস্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টে পরিচালক রাহা নব কুমার। মূল বক্তব্য উপস্থাপন করেন উন্নয়ন সংগঠন এনআরডিএসের প্রধান নির্বাহী আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন অসিম কুমার বকসির সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক রমানাথ সেন, বিমলেন্দু মজুমদার, আব্দুল জলিল চেয়ারম্যান, আলমগীর হোসেন চেয়ারম্যান, অধ্যাপক মহিউদ্দিন আহম্মেদ, মাহবুবুবর রহমান চেয়ারম্যান, মাহবুবুর রহমান বাহার চেয়ারম্যান প্রমুখ। স্বাগত বক্তব্যে ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার বলেন, আজকের দিন আমাদের শোকের দিন নয়, আজকের দিন আমাদের অনুপ্রেরণার দিন।

No comments

Powered by Blogger.