চাঁদে মানুষ লাফিয়ে চলে কেন? by আব্দুল কাইয়ুম

ভিডিওতে নিল আর্মস্ট্রংকে স্বাভাবিকভাবে না হেঁটে লাফিয়ে লাফিয়ে চলতে দেখা যায়। ওটা কি তাঁর চাঁদে হাঁটার ধীরগতির (স্লো মোশন) ছবি? না, তা নয়। আসলে চাঁদে স্বাভাবিক গতিতে হাঁটা খুব কঠিন। কারণ, চাঁদ তুলনামূলকভাবে খুব ছোট ও ভর খুব কম বলে তার মাধ্যাকর্ষণ শক্তিও খুব কম, পৃথিবীর তুলনায় মাত্র ১৭ শতাংশ।


পৃথিবীতে আপনার ওজন যদি ১০০ কিলোগ্রাম হয়, তা হলে চাঁদে হবে মাত্র ১৭ কিলোগ্রাম। নিজেকে অনেক হালকা মনে হবে। পৃথিবীতে আপনি যদি এক ফুট লাফ দেন, চাঁদে দেবেন অন্তত সাড়ে ছয় ফুট। ছাদ থেকে লাফ দিলে মনে হবে টেবিল থেকে নামলেন। ক্রিকেটের মাঠে বলে বলে হেসেখেলে ছক্কা মারবেন। বস্তুত কেউ আর ক্যাচ আউট হবেন না, সব বল বাউন্ডারি ছাড়িয়ে ছয়গুণ দূরে গিয়ে পড়বে। এ অবস্থায় অ্যাপোলোর মহাশূন্যচারীরা চাঁদে নেমে হাঁটতে গিয়ে পড়লেন মহা বিপদে। খুব সাবধানে হাঁটা শিখতে হলো। পৃথিবীর মতো স্বাভাবিক গতিতে হাঁটতে গেলে তাঁরা প্রতি পদক্ষেপে লাফিয়ে ওপরে উঠে ধপাস করে মাটিতে পড়তেন। এ রকম কয়েকবার হয়েছেও।

No comments

Powered by Blogger.