সংবর্ধনা-ইভ টিজিং বন্ধে লড়তে হবে

‘লেখাপড়ায় ভালো ফল করার পাশাপাশি দেশপ্রেমের পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে। গড়তে হবে সোনার বাংলা। হতে হবে আলোকিত মানুষ।’ কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে গুণীজনেরা এসব কথা বলেন। তাঁরা আরও বলেন, ‘ইভ টিজিংয়ের (নারীদের উত্ত্যক্ত) বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে তোমাদেরই।’


গতকাল মঙ্গলবার প্রথম আলোর আয়োজনে ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সহযোগিতায় এসএসসিতে জিপিএ-৫ পাওয়া গাইবান্ধার প্রায় ৯৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রচার-সহযোগী ছিল মাছরাঙা টেলিভিশন, এবিসি রেডিও ও প্রথম আলো ডট কম। সার্বিক সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের আগেই গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তন কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে। ঠিক সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কৃতী শিক্ষার্থীদের সৎ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠার শপথবাক্য পাঠ করান গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন। কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে রেজাউল করিম বলেন, ‘কেবল পরীক্ষায় উত্তীর্ণ হলে চলবে না। দেশপ্রেমের পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে। আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’
গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু বলেন, ‘মিথ্যা, মাদক ও মুখস্থ বিদ্যাকে পরিহার করতে হবে। ইভ টিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে তোমাদেরই।’ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘ভবিষ্যতে তোমরা কী হতে চাও, তা তোমাদেরই ঠিক করতে হবে। তোমরাই পারবে দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে।’ তিনি বলেন, পড়াশোনায় শিক্ষক ও অভিভাবকদের ফাঁকি দেওয়া মানে দেশকে ফাঁকি দেওয়া।
প্র্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক সারওয়ার-উল ইসলাম বলেন, ‘ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন হেরার পরিচালক বিরতি রঞ্জন সরকার, কৃতী শিক্ষার্থী সজল সরকার ও ইসরাত আরা।
অনুষ্ঠানে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে গান গেয়ে শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন ক্লোজ-আপ ওয়ান তারকা পলাশ। এ ছাড়া স্থানীয় চুনি ইসলাম, মাহমুদ সাগর, আরিফুর রহমান সংগীত পরিবেশন করেন।
প্রতিবন্ধীকে বিশেষ সম্মাননা: এসএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে ভালো ফলাফল করায় সংবর্ধনা অনুষ্ঠানে সাঘাটা উপজেলার কচুয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী আয়শা আক্তারকে গাইবান্ধা বন্ধুসভার পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এ সময় আয়শার সংগ্রামী জীবন নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। প্রামাণ্যচিত্র দেখে আয়শার পড়াশোনার দায়িত্ব নেন অধ্যক্ষ রেজাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত সাহানা বানুসহ সুধীজনেরা আয়শাকে ১০ হাজার টাকা অনুদান দেন। আয়শা বলে, ‘আমি সমাজের বোঝা হয়ে থাকতে চাই না। লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে চাই।’

No comments

Powered by Blogger.