মৌলিক অধিকার ও মানবাধিকার

বিগত ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হলো মানবাধিকার দিবস। আমাদের জাতীয় জীবনে মানবাধিকার দিবস বেশ তাত্পর্যমণ্ডিত ও বিশেষ দিন। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিনটি। আমাদের সংবিধানের ৪৪ ধারায় স্পষ্ট বলা হয়েছে মৌলিক অধিকার বলবত্করণ সম্পর্কে।
প্রত্যেককে মনে রাখতে হবে, সব ধরনের মৌলিক অধিকারগুলো মানবাধিকারের অন্তর্ভুক্ত; তবে সব মানবাধিকার মৌলিক অধিকার নয়। মৌলিক অধিকারগুলো যদি খর্ব হয় তবে রাষ্ট্রের নাগরিক অধিকার পুনরুদ্ধারের জন্য মামলা করতে পারে তার নিজ রাষ্ট্রের প্রচলিত আইনে। মামলা করার মাধ্যমে সে তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারে। আইনের বিধান মতে, মৌলিক অধিকার বলবত্ করার জন্য সংবিধানের ১০২ (১) অনুচ্ছেদ মতে হাইকোর্ট বিভাগে মামলা দায়ের করা যাবে। অনুচ্ছেদ ৪৪-এর উপ-অনুচ্ছেদ (১) মতে, এই ভাগে প্রদত্ত অধিকারগুলো বলবত্ করার জন্য এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা মতে হাইকোর্ট বিভাগে মামলা রুজু করার অধিকারের নিশ্চয়তা দান করা হলো এবং সঙ্গে সঙ্গে উপ-অনুচ্ছেদ (২)-এর বিধান মতে এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটিয়ে সংসদ আইনের ধারা অন্য কোনো আদালতকে তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ওইসব যা তার যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করতে পারবেন।
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার

No comments

Powered by Blogger.