হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি-পর্যবেক্ষকদের নজর এড়াতে সিরিয়া অনেক বন্দী লুকিয়ে রেখেছে

রব লিগের পর্যবেক্ষকদের নজর এড়াতে সিরীয় কর্তৃপক্ষ অনেক বন্দী লুকিয়ে রেখেছে বলে দাবি করেছে প্রভাবশালী মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। আরব লিগের পর্যবেক্ষকেরা গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো সহিংসতাপীড়িত সিরিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। নিউইয়র্কভিত্তিক এইচআরডব্লিউ গত মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেছে, ‘সিরীয় কর্তৃপক্ষ অনেক বন্দী লুকিয়ে রেখেছে।


আরব লিগের উচিত, দেশটির ওপর চাপ সৃষ্টি করা, যাতে পর্যবেক্ষক দল সব জায়গায় পরিদর্শন করতে পারে।’ সরকারবিরোধীদের ওপর নিরাপত্তা বাহিনীর কঠোর দমন অভিযান বন্ধে শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি দেখতে আরব লিগের পর্যবেক্ষক দল সিরিয়া সফর করছে। সুদানের সামরিক গোয়েন্দা কর্মকর্তা জেনারেল মোহাম্মেদ আহমেদ মুস্তাফা আল-দাবি দলটির নেতৃত্ব দিচ্ছেন।
পর্যবেক্ষক দল গত মঙ্গলবার সরকারবিরোধী আন্দোলনের মূল কেন্দ্র হোমস নগর পরিদর্শন করে। গতকাল তাঁদের দারা শহর পরিদর্শন করার কথা ছিল। পর্যায়ক্রমে সংঘাতবিক্ষুব্ধ অপর দুই নগর হামা ও ইদলিবও পরিদর্শন করবে দলটি।
এইচআরডব্লিউর বিবৃতিতে হোমস শহরের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ওই কর্মকর্তা কারাগার থেকে বন্দী সরিয়ে নেওয়ার নির্দেশ পেয়েছেন। পরে ৪০০ থেকে ৬০০ বন্দীকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ১৯ ডিসেম্বর আরব লিগের শান্তি পরিকল্পনায় একমত হওয়ার পরপরই কারাগার থেকে বন্দী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালক সারাহ হুইটসন বলেন, সিরিয়া নিরপেক্ষ পর্যবেক্ষণকে গুরুত্ব দিয়ে দমন-পীড়ন বন্ধে আসলে কোনো কাজ করছে না। সেনাসদস্যদের পুলিশের পোশাক পরে রাস্তায় নামিয়ে দিয়ে সেনা প্রত্যাহার করা হয়েছে—এ কথা বলা যায় না। সিরিয়ার ছলচাতুরী এড়িয়ে আরব লিগের উচিত, বিক্ষোভকারীদের আটক রাখা হয়েছে এমন সব স্থানে পর্যবেক্ষকদের প্রবেশ নিশ্চিত করতে বাশার সরকারের ওপর চাপ দেওয়া।
জাতিসংঘের তথ্যমতে, সিরিয়ায় গত মার্চের মাঝামাঝি শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহিংসতায় নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে।
রাশিয়ার আহ্বান: আরব লিগের পর্যবেক্ষকদের সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে কাজ করতে দেওয়ার জন্য সিরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। গতকাল মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘আরব লিগের পর্যবেক্ষকদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার জন্য আমরা সিরিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি।’ এএফপি, বিবিসি।

No comments

Powered by Blogger.