বৃদ্ধদের সহায়তায় রোবট by এসএম নাজমুল হক ইমন

জাপানের বৃদ্ধদের সাহায্য করতে এখন ব্যবহৃত হচ্ছে রোবট। বেশকিছু কোম্পানি তৈরি করেছে বিশেষ ধরনের রোবট যেগুলো ঘর পরিষ্কার করা থেকে শুরু করে চুলে শ্যাম্পু পর্যন্ত করে দিতে সক্ষম। পৃথিবীর জনসংখ্যা এগিয়ে যাচ্ছে সাতশ' কোটির দিকে। এ নিয়ে অনেকেই চিন্তিত। বিকাশমুখী অনেক দেশেই জনসংখ্যা বাড়ছে। কিন্তু জাপানে ঘটছে পুরোপুরি এর উল্টোটি। সেখানে বাচ্চা নিতে অনাগ্রহ প্রকাশ করছে আজকের প্রজন্ম।


১৯৫০-এর দশকে জাপানের পরিবারে দুই থেকে তিনটি করে সন্তান দেখা গেছে। এখন একটি সন্তানই যথেষ্ট মনে করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সন্তানের ঝামেলাতেই স্বামী-স্ত্রী যেতে চান না। প্রশ্ন উঠেছে, যদি নতুন প্রজন্মের সংখ্যা এত কম হয় তাহলে যারা বৃদ্ধ তাদের যত্ন কে নেবে? এ বৃদ্ধ-বৃদ্ধাদের দেখাশোনাইবা কে করবে? কীভাবে রক্ষা করা হবে তাদের প্রয়োজনগুলো? এসব প্রশ্নের মুখে এগিয়ে এসেছে বেশকিছু কোম্পানি।
গাড়ি তৈরির কারখানা থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং ইলেকট্রনিক্স কোম্পানি তৎপর হয়েছে। তারা তৈরি করছে রোবট। যেমন_ প্যানাসনিক কোম্পানি এমন একটি বিছানা তৈরি করেছে যা হুইলচেয়ার হিসেবেও ব্যবহার করা সম্ভব। এমন একটি রোবটও তারা তৈরি করেছে যে রোবটটি বৃদ্ধ বা বৃদ্ধার চুলে শ্যাম্পু করা এবং চুল ধুয়ে দিতে সাহায্য করবে। কোম্পানির পরিচালক ইয়ুকিও হোন্ডা বলেন, 'আমাদের লক্ষ্য হলো সমাজের বৃদ্ধ-বৃদ্ধাদের সাহায্য করা। শারীরিকভাবে যারা আর আগের মতো পরিশ্রম করতে পারেন না তাদের প্রতিদিনের জীবন আরও সহজ করে তোলা।'
টয়োটা মোটর কোম্পানি তৈরি করছে এমন একটি রোবট যা সঙ্গী হবে নিঃসঙ্গ মানুষের। তারা ঘর পরিষ্কার করবে, প্রয়োজনীয় ওষুধটি কাছে এনে দেবে, হাঁটা-চলার সময় একটি হাত ধরে রাখবে। জাপানের মানুষ দীর্ঘায়ু লাভ করে থাকে। পুরুষরা সাধারণত গড়ে ৮০ বছর পর্যন্ত বাঁচেন এবং মহিলারা ৮৬। একশ' বছর বয়সের মানুষ জাপানে কম নয়। জাপানের বর্তমান জনসংখ্যা ১২ কোটির বেশি। এর মধ্যে ২৩ শতাংশের বয়স ৬৫ বছরেরও বেশি। আশঙ্কা করা হচ্ছে, ২০৫৫ সালের মধ্যে জাপানের জনসংখ্যা নেমে আসবে ৯ কোটির নিচে। দাইওয়া ইনস্টিটিউট অব রিসার্চের প্রধান গবেষক হিতোশি সুজুকি জানান, 'পৃথিবীর অনেক দেশেই জনসংখ্যা কমে আসছে_ এ কথা আমরা শুনছি। এদিক থেকে জাপান রয়েছে শীর্ষে।'
সূত্র: বিবিসি

No comments

Powered by Blogger.