স্মরণ-সাইফুদ্দিন আহমেদ মানিক by পাভেল রহমান

প্রগতিশীল রাজনীতির অন্যতম নেতা সাইফুদ্দিন আহমেদ মানিক। ১৯৬২ সালের ও ষাটের দশকের শিক্ষা আন্দোলন ও স্বৈরাচার আইয়ুববিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ছিলেন তিনি। বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলন, শ্রমিক আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
সাইফুদ্দিন আহমেদ মানিকের জন্ম ১৯৩৯ সালের ২৪ জুন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। তাঁর বাবা ছিদ্দিক আহমেদ ছিলেন শিক্ষক, আর মা আফিয়া খাতুন গৃহিণী। ৯ ভাইবোনের মধ্যে মানিক ছিলেন তৃতীয়। তাঁর পৈতৃক নিবাস ছিল পূর্ববঙ্গের ফেনী মহকুমায় (বর্তমান ফেনী জেলা)। সাইফুদ্দিন আহমেদ মানিকের শৈশব-কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে। মানিকের স্মরণশক্তি ছিল অত্যন্ত প্রখর। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি ছিল তাঁর প্রচণ্ড আগ্রহ। তিনি এক সময় পূর্ব পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে খেলার আমন্ত্রণ পেয়েছিলেন। ১৯৪৮ সাল থেকে মানিকের পরিবার স্থায়ীভাবে ঢাকার গোপীবাগে বসবাস শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন মানিক, যুক্ত হন প্রগতিশীল ছাত্র আন্দোলনের সঙ্গে। সম্পৃক্ত হন ছাত্র ইউনিয়ন পরিচালিত সংস্কৃতি সংসদেরও সঙ্গে। স্বৈরাচার আইয়ুববিরোধী আন্দোলনে সহকর্মী মুজাহিদুল ইসলাম সেলিমকে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ১৯৬৪ সালে তিনি ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক। ১৯৬৫ সালে দ্বিধাবিভক্ত ছাত্র ইউনিয়নের উভয় গ্রুপ তাঁকে সাধারণ সম্পাদক করলে তিনি মেনন গ্রুপকে প্রত্যাখ্যান করে মতিয়া গ্রুপের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের দশম সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। আইয়ুববিরোধী আন্দোলনের জন্য গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহায়তায় মাস্টার্স পরীক্ষা দিয়ে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ১৯৬৯ সালে ছাত্র ইউনিয়নের সহকর্মী নারীনেত্রী ফওজিয়া ইয়াসমিনকে বিয়ে করেন। তাঁদের সংসারজীবনে দুই মেয়ে জয় ও গীতি। সত্তরের দশকে তিনি ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম সারির সংগঠক, কমিউনিস্ট পার্টি, ন্যাপ ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর অন্যতম নেতা। ১৯৭২ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র হস্তান্তর করেন। ১৯৭৩ সালে সাইফুদ্দিন আহমেদ মানিক কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। ১৯৮৭ সালে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফরহাদের মৃত্যুর পর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে গণফোরাম নামের নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন। ১৯৯৬ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত গণফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাইফুদ্দিন আহমেদ মানিক একজন ভালো খেলোয়াড় ছিলেন। তিনি জাতীয় ফুটবল লীগে খেলেছেন। তিনি ছিলেন ব্রাদার্স ইউনিয়নের আজীবন সদস্য। ১৯৯৬ সালে তিনি ব্রাদার্স ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ছিলেন। এই নিবেদিতপ্রাণ মানুষটি ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি পৃথিবী থেকে চিরবিদায় নেন।
পাভেল রহমান

No comments

Powered by Blogger.