ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আসবে ৩১ মার্চ রাত ১২টায়

 আগামী ৩১ মার্চ দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হবে। ওই দিন মধ্যরাতে অর্থাৎ রাত ১২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ১১টায় আনা হবে।
বিদু্যত বিভাগ আশা করছে এতে প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুতের সাশ্রয় হবে। গ্রীষ্ম মৌসুমে বিদ্যুত সরবরাহ ব্যবস্থার উন্নতিতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ পদ্ধতি বহাল থাকবে। পিডিবি গ্রীষ্ম মৌসুমে ৬ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ মেগাওয়াট বিদু্যত উৎপন্ন করে। ঘাটতির পরিমাণ এক হাজার ৮০০ মেগাওয়াট হওয়ায় গ্রীষ্মে বিদু্যত সঙ্কট চরম আকার ধারণ করে। গরম পড়তে শুরম্ন করায় এখনই বিদু্যতের আসা যাওয়ার খেলা বৃদ্ধি পেয়েছে।
পিডিবি সূত্র বলছে, গত বছরের তুলনায় এবার সেচে ৪০০ মেগাওয়াট বৃদ্ধি পেয়ে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ মেগাওয়াট চাহিদা সৃষ্টি হওয়ায় সঙ্কট আরও ঘনীভূত হয়েছে। কৃষি মন্ত্রণালয় বলছে এবার বোরো আবাদের এলাকা বৃদ্ধি পাওয়ায় সেচে বাড়তি বিদু্যতের প্রয়োজন হবে।
বিদু্যত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার বিদু্যত ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু পদৰেপ নিলেও তা কার্যকর হতে কমপৰে তিন বছর সময়ের প্রয়োজন হবে। এ ছাড়া পিডিবি ভাড়াভিত্তিক বিদু্যত কেন্দ্র স্থাপনের জন্য সম্প্রতি যে চুক্তি স্বাৰর করেছে গ্রীষ্ম মৌসুমের শেষ নাগাদ তা জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এ ছাড়া গ্রীষ্মে বিদু্যত সরবরাহ উন্নতির জন্য বিদু্যতের সিস্টেম লস কমিয়ে আনাসহ বেশ কিছু পদৰেপ নিয়েছে বিদু্যত বিভাগ। সম্প্রতি বিদু্যতের মূল্যবৃদ্ধি করার সময় এনার্জি রেগুলেটরি কমিশন বিদু্যত বিতরণ কোম্পানিগুলোকে লোডশেডিং কমিয়ে আনার দিকনির্দেশনা দিয়েছে।
দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের জন্য আগামী ৩১ অক্টোবর পর্যনত্ম এ পদ্ধতি বহাল থাকবে। সংশিস্নষ্ট সূত্র বলছে এ সময় গত বছরের নির্ধারিত সময়ে অফিস ও স্কুল-কলেজ পরিচালিত হবে। গত বছর থেকে সরকার গ্রীষ্ম মৌসুমে ঘড়ির কাঁটা এগিয়ে আনার সিদ্ধানত্ম নেয়। যা চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যনত্ম বহাল ছিল।

No comments

Powered by Blogger.