নদীর নাম কর্ণফুলী

কর্ণফুলী মানে কানের ফুল। যার তার নয়, একেবারে রাজকন্যার। আসামের লুসাই পাহাড় থেকে যে জলধারা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, সেখানেই হারিয়েছিল রাজকন্যার কানের ফুল।
তাই তো এই নদীর নাম কর্ণফুলী। নাম কর্ণফুলী হলেও এই নদীতে প্রচ- স্রোত। আর সে কারণেই আমাদের দেশের একমাত্র জলবিদু্যত কেন্দ্র এই নদীর উপরই তৈরি করা হয়েছে। কর্ণফুলী নদীর আছে ইছামতি, হালদার মতো বেশ ক'টি শাখানদী। এ ছাড়াও এ নদী সৃষ্টি করেছে অনেক উপনদী ও খাল। পাহাড় আর ঘন বনের মধ্য দিয়ে কর্ণফুলী নদীতে ভ্রমণ অনেক আনন্দদায়ক। নদীর চার পাশ এতই সুন্দর যে, মনকে পাগল করে দেয়। ১২৪ কিলোমিটার লম্বা এ নদী আমাদের অর্থনীতিতেও রাখছে গুরম্নত্বপূর্ণ অবদান।

০ রাশেদ রাব্বি

No comments

Powered by Blogger.