এতিমদের প্রতি দায়িত্ব by মুফতি এনায়েতুল্লাহ

সম্প্র্রতি 'অত্যাচারের শেষ কোথায়', 'দুর্নীতিমুক্ত এতিমখানা চাই' ও 'পেট ভরে খেতে চাই' লিখিত পোস্টার নিয়ে নাটোর সরকারি শিশু পরিবারের এতিমরা রাস্তায় নেমেছিল। তারা নাটোর-রাজশাহী মহাসড়কে শুয়ে সড়ক অবরোধ করে কিছু দাবি পেশ করে। তাদের অভিযোগ, 'তাদের পেটপুরে খেতে দেওয়া হয় না।'


বলা যায়, পেটপুরে খাবারের দাবিতে এতিম শিশুদের এই প্রতিবাদ, যা দেশবাসী ও মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে।
এতিম বলা হয় অভিভাবকহীন কোনো শিশুকে। যে মা-বাবা তার সন্তানদের অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় রেখে মৃত্যুবরণ করেন; সমাজ ও পরিবারে সেই শিশু অনাথ বা এতিম হিসেবে চিহ্নিত হয়। অথচ বাবা-মা হারানোর পেছনে তাদের কোনো হাত নেই। বাবা-মা হারানো আর্থিকভাবে সচ্ছল পরিবারের কোনো শিশু হয়তো এতিমের কষ্ট সেভাবে অনুধাবন করে না। কিন্তু অধিকাংশ সময় দেখা যায়, দরিদ্র পরিবারের এতিম শিশুদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না। পরিবারে তাদের কোনো ঠাঁই মেলে না; অবশেষে জায়গা হয় সরকারি শিশু সদন কিংবা বেসরকারি অথবা ব্যক্তি পর্যায়ে প্রতিষ্ঠিত বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায়।
আমাদের নবী হজরত মোহাম্মদ (সা.) মাতৃগর্ভে থাকা অবস্থায় পিতাকে এবং ছয় বছর বয়সে মাকে হারান। অতঃপর তার লালন-পালনের দায়িত্ব নেন দাদা আবদুুল মুত্তালিব। তিনিও দুই বছর পর ইন্তেকাল করেন। প্রিয় নবী (সা.) এতিম ছিলেন। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা বলেন, 'তিনি কি আপনাকে এতিমরূপে পাননি? অতঃপর আশ্রয় দিয়েছেন। তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথ প্রদর্শন করেছেন। আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না।'-সূরা দুহা :৬-৯
এতিমরা হচ্ছে সমাজের সবচেয়ে দুর্বল ও অসহায়। তাই তাদের প্রতি আল্লাহর করুণা ও রহমত রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কোরআন ও হাদিসে এতিম প্রতিপালনে বিশেষ ফজিলত বর্ণিত রয়েছে। ইসলামের দৃষ্টিতে এতিমের প্রতি দয়ার্দ্র ও সহানুভূতিশীল হওয়া অত্যন্ত মহৎ ও নেক কাজ। বিভিন্ন বিষয়ে এতিমরা সার্বিক সহযোগিতা, সদাচরণ, সেবা-যত্ন ও বিপদ-আপদ লাঘবে অগ্রাধিকার পাওয়ার যোগ্য। হজরত রাসূলুল্লাহ (সা.) এতিমের কষ্ট অনুভব করে ইরশাদ করেন, 'যে ব্যক্তি এতিমদের মাথায় শুধু আল্লাহর উদ্দেশে হাত বুলায়, তবে যেসব চুলের ওপর দিয়ে হাত বুলিয়েছে তার প্রত্যেকটি চুলের বিনিময়ে কয়েকটি করে নেকি লাভ করবে।' হজরত রাসূলুল্লাহ (সা.) সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, 'মুসলমানদের মধ্যে সর্বোত্তম ঘর হলো, যে ঘরে এতিমদের প্রতি দয়া প্রদর্শন করা হয়, আর মুসলমানদের মধ্যে নিকৃষ্টতম ঘর হলো, যে ঘরে এতিম বসবাস করে কিন্তু তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।'
কোরআনুল কারিমে এতিমদের প্রসঙ্গে ২২ জায়গায় আলোচনা করা হয়েছে। এতে প্রতীয়মান হয়, মানবতার ধর্ম ইসলাম এতিমের সঙ্গে সৎ ব্যবহার ও উত্তম প্রশিক্ষণসহ যাবতীয় বিষয়ের প্রতি খেয়াল রাখার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এ ছাড়া হজরত রাসূলুল্লাহ (সা.) এক নিঃস্ব, গরিব ও অসহায় এতিম বালককে নিজের ছেলে হিসেবে গ্রহণ করে সমাজের বিত্তশালী মানুষকে এতিমের প্রতি কর্তব্য ও দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেছেন। ইসলাম ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে এতিমদের অধিকারকে সুনিশ্চিত করেছে। এতিমদের সম্পর্কে কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, 'আর তারা তোমাকে এতিম সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও তাদের কাজকর্ম সঠিকভাবে গুছিয়ে দেওয়া উত্তম। যদি তাদের ব্যয়ভার নিজেদের সঙ্গে একত্র করো, তাহলে মনে করবে তারা তোমাদের ভাই।' -সূরা বাকারা :২২০
পূর্ববর্তী উম্মতদেরও এতিমদের সঙ্গে উত্তম ব্যবহারের ব্যাপারে নির্দেশ দিয়ে বলা হয়েছে, 'যখন বনী ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে, তোমরা আল্লাহ ছাড়া কারও ইবাদত করবে না, পিতা-মাতা, নিকটাত্মীয়, এতিম দীন-দরিদ্রদের সঙ্গে সৎ ব্যবহার করবে।' -সূরা বাকারা :৮৩
ইসলাম এতিমের অধিকার রক্ষার পাশাপাশি সদাচরণের জন্যও জোরালো তাগিদ দিয়েছে। সামর্থ্যবান মুসলমান ব্যক্তি ও প্রশাসকদের এতিমের অধিকার আদায় করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তারা আপন সন্তান-সন্ততির মতো ধর্মীয় শিক্ষা ও আদর্শ চরিত্রবানরূপে এতিমদের গড়ে তোলার কাজে যথার্থ ভূমিকা নিতে পারেন। ইসলামের বিধান মোতাবেক যথাযথভাবে এতিমদের লালন-পালন করা হলে এভাবে আর কোনো এতিম শিশুদের খাবারের দাবি নিয়ে রাস্তায় বের হয়ে আসতে হবে না।
আমাদের চারপাশে অগণিত এতিম শিশু ও অসংখ্য এতিমখানা রয়েছে। এসব এতিমের যাবতীয় বিষয় দেখাশোনার দায়িত্ব সবার। সে হিসেবে প্রত্যেক মুসলমানের উচিত এতিমদের লালন-পালন, ভরণপোষণ ও রক্ষণাবেক্ষণে সর্বাত্মক সহযোগিতা করা। এতিমদের অধিকার ও খাবার না দেওয়ার প্রতি ভর্ৎসনা করে কোরআনে ইরশাদ হচ্ছে, 'তুমি কি এমন লোককে দেখেছ, যে দ্বীনকে অস্বীকার করে? সে তো ওই ব্যক্তি, যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। আর সে মিসকিনদের খাবার দানে মানুষকে উৎসাহিত করে না।' -সূরা মাউন :১-৩
আমাদের মনে রাখা দরকার, দুনিয়ায় এতিমদের সাহায্য করার বিনিময়ে পরকালে আল্লাহতায়ালা এর প্রতিদান দেওয়ার ওয়াদা করেছেন। এ ছাড়া এতিমের দোয়া কবুল হয়, এতিমের কান্নায় আল্লাহর আরশ কেঁপে ওঠে। এতিম প্রতিপালনে দুনিয়া-আখেরাতের যাবতীয় কল্যাণ ও আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জিত হয়। বিখ্যাত সাহাবি হজরত সাহল বিন সা'দ (রা.) হতে বর্ণিত_ তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব। তিনি তর্জনী ও মধ্য অঙ্গুলি দিয়ে ইঙ্গিত করলেন এবং এ দুটির মধ্যে ফাঁক করলেন।' -বুখারি
এ হাদিসের মাধ্যমে এ কথাই প্রতীয়মান হয়, যে ব্যক্তি বেহেশতে হজরত রাসূলুল্লাহর (সা.) সঙ্গী হতে চায়, সে যেন এই হাদিসের ওপর আমল করে এবং এতিম প্রতিপালনে ব্রতী হয়।
muftianaet@gmail.com

No comments

Powered by Blogger.