ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়তা দিন ॥ চীনা প্রেসিডেন্টকে শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আধুনিক ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলতে এবং বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় চীনের সহায়তা চেয়েছেন।
প্রধানমন্ত্রী চীনের গ্রেট হলের ফু জিয়ান হলে চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে সাক্ষাতকালে এ সহায়তা কামনা করেন।
চীনের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার ব্যাপকভিত্তিক অংশীদারিত্ব বাংলাদেশকে তার উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
এ প্রসঙ্গে তিনি চীনের প্রেসিডেন্টকে দু'দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক সম্পর্কে অবহিত করেন।
শেখ হাসিনা বাংলাদেশের 'এক চীন' নীতির কথাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও অন্যান্য দেশ জলবায়ু পরিবর্তনজনিত যেসব সমস্যা ও দুর্যোগের সম্মুখীন হচ্ছে চীন তা 'বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবে।'
তিনি বলেন, সার্কের পর্যবেক দেশ হিসেবে এ সংস্থার কর্মকা- প্রসারে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
পরে শেখ হাসিনা চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উও বাঙ্গুওর সঙ্গেও দ্বিপাকি বৈঠক করেন।
এর আগে প্রধানমন্ত্রী অলিম্পিক স্টেডিয়াম 'বার্ডস নেস্ট' এবং ন্যাশানাল সেন্টার ফর পারফর্মিং আর্টস পরিদর্শন করেন। সেখানে তিনি 'রোড টু রিকভারি' শীর্ষক একটি অনুষ্ঠান উপভোগ করেন।

No comments

Powered by Blogger.