প্রতিবাদের খবরে উত্তাল অনলাইন

ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বরে চলছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ। যার শুরুটা অনলাইন থেকে। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিবাদে অংশ নিতে প্রতিদিনই হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন।
ঢাকার বাইরে বিভিন্ন জেলায়ও চলছে প্রতিবাদ। মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির এ আন্দোলন শুরু হয়েছিল সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে। আর এ প্রতিবাদের নানা খবর এখন নিয়মিত হচ্ছে অনলাইনে।
শাহবাগে এসেই নয়, প্রবাসে থাকা বাঙালিরাও অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন এ প্রতিবাদে। প্রতি মুহূর্তে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে হালনাগাদ, নানা ধরনের তথ্য, ছবি শেয়ার দিচ্ছেন অনেকেই।
ইন্টারনেটে উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়াতে এ বিষয়ে ‘২০১৩-এর শাহবাগ আন্দোলন’ (http://goo.gl/Ocaaj) শিরোনামে রয়েছে নিবন্ধ। ইংরেজি উইকিপিডিয়াতেও (http://en.wikipedia.org/wiki/2013_Shahbag_Protest) যুক্ত হচ্ছে এ প্রতিবাদের নানা তথ্য আর ছবি। পাশাপাশি উন্মুক্ত ছবির সংগ্রহশালা উইকিমিডিয়া কমন্সে (http://commons.wikimedia.org) নানা ধরনের ছবি আপলোড করে যাচ্ছেন অনলাইনের উইকিপিডিয়ান যোদ্ধারা।
শুধু সামাজিক যোগাযোগমাধ্যমই নয়, প্রতিবাদের অংশ হিসেবে ব্লগাররা নিয়মিত নানা তথ্য ও ছবি যুক্ত করে যাচ্ছেন বাংলা ব্লগে।
জনপ্রিয় বাংলা ব্লগ প্রথম আলো ব্লগ (www.prothom-aloblog.com), সামহোয়ারইন ব্লগ (www.somewhereinblog.net), আমার ব্লগ (www.amarblog.com), সচলায়তন ব্লগ (www.sachalayatan.com), আমরা বন্ধু ব্লগসহ (www.amrabondhu.com) বিভিন্ন ব্লগেও লিখে যাচ্ছেন ব্লগাররা। প্রায় ব্লগেই আন্দোলনের লেখাকে বিশেষভাবে স্টিকি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্লগের ব্যানারেও প্রতিবাদের বিশেষ ব্যানার যুক্ত করা হয়েছে।
—নুরুন্নবী চৌধুরী

No comments

Powered by Blogger.