কর্নিয়ার অসুখ

স্বচ্ছ, পরিষ্কার কাঁচের মতো আমাদের চোখের কর্নিয়া। কর্নিয়ার মূল বৈশিষ্ট্যই হচ্ছে স্বচ্ছতা। আর এই স্বচ্ছতা হারালেই ঘটে বিপদ। কারণ কোনো বস্তু থেকে প্রতিফলিত আলো কর্নিয়া ও লেন্সের মাঝখান দিয়ে গিয়ে রেটিনাতে পড়ে।
এই বিশেষ জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমরা বস্তুটিকে দেখতে পাই। কিন্তু কোন কারণে কর্নিয়া অস্বচ্ছ হয়ে গেলে রেটিনাতে আলো ঠিকমতো পৌঁছাতে পারবে না। কেন কর্নিয়ার সমস্যা হয়?
১. জন্মগতভাবে কর্নিয়া অস্বচ্ছ হতে পারে।
২. বাইরের কোনো আঘাতের কারণে কর্নিয়াতে প্রদাহ হলে।
৩. কর্নিয়ায় ঘা বা আলসার হলে।
৪. কর্নিয়ায় কোন ধরনের অস্ত্রোপাচার হলেও অস্বচ্ছ হয়ে পড়তে পারে।
৫. বাড়িতে রঙ করার সময় চোখে চুন পড়লে কেমিক্যাল ইনজুরি হতে পারে।
৬. কর্নিয়ায় ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ হলে।
৭. কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের কারণে কর্নিয়ায় সংক্রমণ দেখা দিতে পারে। কী করে বুঝবেন কর্নিয়াতে সমস্যা আছে?
১. চোখ লাল হয়ে যাবে।
২. চোখে কেমন খচখচ করবে।
৩. চোখ ব্যথা করবে।
৪. চোখে আলো সহ্য হবে না।
৫. আলোর দিকে তাকাতে অসুবিধা হবে।
কর্নিয়া অস্বচ্ছ হয়ে গেলে এবং ঠিক সময়ে চিকিৎসা না করালে কর্নিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে যে কোন সময়ই দেখলে বা চোখে সামান্য সমস্যা হওয়া মাত্রই দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেয়া প্রয়োজন।

ডা. মানস কুমার গোস্বামী
চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন
সহযোগী, অধ্যাপক চক্ষু বিভাগ, বারডেম
চেম্বার : সেন্ট্রাল হাসপাতাল, গ্রীন রোড ঢা

No comments

Powered by Blogger.