স্বর্ণস্বপ্ন অধরাই রয়ে গেল রাশিয়ার- উইন্টার অলিম্পিক

শীতকালীন অলিম্পিকের ফিগার স্কেটিংয়ের মিশ্র দ্বৈতে রাশিয়া ১৯৬৪ সাল থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছে স্বর্ণপদক জয় করার জন্য। এবার তারা আশা করেছিল, দীর্ঘ ৪৬ বছরের স্বর্ণখরার অবসান ঘটবে কানাডায় চলমান ভ্যাঙ্কুভার শীতকালীন অলিম্পিকের চতুর্থ দিনে।
কিন্তু তাদের সমসত্ম প্রচেষ্টা পর্যবসিত হয়েছে ব্যর্থতায়। এদিন রাশিয়ার তিন-তিনটি জুটি অংশ নিয়েও কোন জুটিই স্বর্ণ জিততে পারেননি। ফিগার স্কেটিংয়ের মিশ্র দ্বৈতে স্বর্ণবঞ্চিত এই তিন জুটি হলেন_ ইউকু কাভাগুতি-আলেক্সান্ডার স্মিরনভ জুটি, ভেরা বাজারোভ-ইউরি ল্যারিনভ জুটি ও মারিয়া মুখুরতুভা-ম্যাক্সিম ট্রানকভ জুটি। ফেভারিট হওয়া সত্ত্বে তারা এই ইভেন্টে স্বর্ণ জিততে ব্যর্থ হন। স্বর্ণপদক চলে যায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন চীনের শেন জুই-ঝাও হংবো জুটির কাছে। রৌপ্য পান চীনের কিং পাং-জিয়ান তং জুটি ও ব্রোঞ্জ পান জার্মানির এলিওনা সাভচেঙ্কো-রবিন সোলকোয়ি জুটি। এই ইভেন্টে সবচেয়ে বেশি ফেভারিট ছিলেন রাশিয়ার যে জুটি, তারা হলেন ইউকু কাভাগুতি-আলেক্সান্ডার স্মিরনভ জুটি। কাঙ্ৰিত সাফল্য না পাওয়ায় এ জন্য অনুতাপ ও হতাশার অনলে পুড়ছেন জাপানে জন্ম নেয়া ২৮ বছর বয়সী ফিগার স্কেটার রাশিয়ার ইউকু কাভাগুতি, 'আমরা আজ জঘন্য নৈপুণ্য দেখিয়েছি। তাই আমরা দুঃখিত ও দেশবাসীর কাছে ৰমাপ্রাথর্ী।' ২৮ বছর বয়সী কাভাগুতি ২০০৩ সাল থেকে রাশিয়ায় বসবাস ও ফিগার স্কেটিং করতে শুরম্ন করেন। তার চেয়ে ৩ বছরের ছোট স্মিরনভের সঙ্গে জুটি বাঁধেন ২০০৬ সালে। ২০০৯ সালের ফেব্রম্নয়ারিতে তিনি রাশিয়ার নাগরিকত্ব লাভ করেন। বড় আশা ছিল এবারের ভ্যাঙ্কুভার অলিম্পিকে স্বর্ণ জিতে ইতিহাস গড়বেন। কিন্তু সেটা আর হলো না। এদিকে নিজের একুশতম জন্মদিনে স্পিড স্কেটিংয়ে স্বর্ণ জিতে নিজের জন্য তো বটেই, জন্মভূমি দৰিণ কোরিয়ার জন্যও শীতকালীন অলিম্পিকের ইতিহাসে প্রথম স্বর্ণ অর্জন করলেন মো তায়ে-বুম। পুরম্নষদের ৫০০ মিটার স্পিড স্কেটিংয়ে সোমবার তিনি জাপানের কিচিরো নাগাশিমা ও জোজি কাতোকে পরাজিত করে নিজের দেশ দৰিণ কোরিয়াকে এই ঐতিহাসিক স্বর্ণপদক উপহার দেন। তার এখন লৰ্য ১০০০ ও ১৫০০ মিটার ইভেন্টের প্রতি, 'আমি এই ২টি ইভেন্টের ওপরেই জোর দিয়েছিলাম বেশি। সে তুলনায় ৫০০ মিটারে তেমন জোর দেইনি। তাই আজকের এ জয়ে আমি যেমন খুশি, তেমনি বিস্মিতও হয়েছি। অবশ্য এই ইভেন্টে অংশ নিয়েছি জয়ের মানসিকতা নিয়েই।' এদিকে ৫০০ মিটার স্পিড স্কেটিং ইভেন্টটি শুরম্ন হতে ৭০ মিনিট দেরি হয়। বরফ কেটে তা অপসারণের মেশিনে সমস্যা থাকায় এই সমস্যার উদ্ভব হয়। ডাউন হিল স্কি ইভেন্টে সুইজারল্যান্ডের স্কিয়ার দিদিয়ের দেফাগো স্বর্ণ জয় করেন। ৩২ বছর বয়সী দিদিয়ের সোনার পদক গলায় ঝোলাতে সময় নেন ১ মিনিট ৫৪.৩১ সেকেন্ড। পেছনে ফেলেন নরওয়ের একসেল লুন্ড সিন্ডাল ও যুক্তরাষ্ট্রের বোডে মিলারকে। দিদিয়ের এর আগে মাত্র ৩ বার বিশ্বকাপ টাইটেল জয় করায় তাকে নিয়ে এবারের আসরে কেউ তেমন উচ্চাশা করেননি। তাই তার জয়ে অনেকে অবাক হলেও দিদিয়ের এই জয়কে মোটেই অপ্রত্যাশিত মনে করছেন না, 'আমি পুরোপুরি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। এজন্য প্রচুর পরিশ্রম করেছি। সেটারই ফল আজ পেয়েছি।' পদক তালিকায় সবশের্ষ সংবাদ অনুযায়ী মোট ৮টি পদক নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। তাদের সোনা-রম্নপা-ব্রোঞ্জের পরিসংখ্যান ২-২-৪। তারপরের অবস্থান জামার্নির (১-৩-১), ফ্রান্সের (২-০-২), স্বাগতিক কানাডার (১-২-১), সুইজারল্যান্ডের (৩-০-৩) ও দৰিণ কোরিয়া (২-১-০)। এছাড়া অন্যান্য পদকসহ স্বর্ণজয় করেছে চীন, চেক প্রজাতন্ত্র, হল্যান্ড, সেস্নাভাকিয়া ও সুইডেন।

No comments

Powered by Blogger.