পাটের সুতার বিদেশে কদর

 রাজশাহীতে বেসরকারীভাবে পরিচালিত রহমান জুট স্পিনার্সে প্রতিদিন ৩০ মেট্রিকটন সুতা (উন্নতমানের চিকন সুতলি) উৎপাদিত হচ্ছে। এসব সুতা রফতানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।
বিশেষ করে তুরস্ক, রাশিয়া, সুইজারল্যান্ড, ইজিপ্ট, চীন, ইরান ও পার্শ্ববর্তী ভারতে রাজশাহীর তৈরি সুতার কদর বেড়েছে। মাদুর ও কার্পেট তৈরিতে এই সুতা উপযোগী বলে জানিয়েছে মিলটির পরিচালক মামুনুর রহমান। গত শুক্রবার ইজিপ্টের একটি ক্রয় প্রতিনিধি দল এ মিলটি পরিদর্শন করে এখানে উৎপাদিত সুতার মান দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এ দলটির নেতৃত্বে ছিলেন ইনট্রেড গ্রুপের বাংলাদেশী বিক্রয় ও মার্কেটিং প্রতিনিধি কেএম শরিফুল হাসান। তিনি বলেন, রাজশাহী রহমান জুট স্পিনার্সের উৎপাদিত সুতা বিদেশে রফতানি হচ্ছে। শুধু তাই নয়, এ সুতা বিদেশের বাজারে কদর সৃষ্টি করেছে। বায়িং গ্রুপ এখানকার সুতার মান দেখে সন্তোষ প্রকাশ করেছেন। মিলটির ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান জানান, ২০১১ সালে মিলটি উৎপাদন শুরু করেছে। রাজশাহী নগরীর অদূরে পবা উপজেলার মাহেন্দ্রায় স্থাপিত এ মিলে স্থানীদের কর্মস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি জানান, বিদেশী বায়িং গ্রুপ এ মিলের উৎপাদিত সুতা দেখে সন্তোষ প্রকাশের পাশাপাশি আরও সুতা কিনতে আগ্রহ প্রকাশ করেছেন।

No comments

Powered by Blogger.