যে খবর নাড়া দেয়-ফালানীর মা by ইকবাল হোসাইন চৌধুরী

স্কুল থেকে বিদায় করে দেওয়া হয়েছে মেয়েকে। কিন্তু তার পরও দমে যাননি মা। মাথার ওপর ছাদ নেই। মাথা গোঁজার ঠাঁই নেই। সহায় সম্বল বলতে কিছু নেই। শেষতক আশ্রয় মিলেছে ফুটপাতে। কিন্তু স্বপ্ন দেখা ছাড়েননি তিনি। সবকিছু পেছনে ফেলে মা রিনা বসেছেন মেয়ে ফালানীকে পড়াতে। রাস্তায় থাকেন বলে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখা ছাড়েননি।
হাজার প্রতিকূলতার মাঝেও মেয়েকে বিদ্যাশিক্ষায় শিক্ষিত করে তোলার কথা ভুলে যাননি এই মা। এমন মায়েদের দিকেই তো তাকিয়ে আছে বাংলাদেশ!
ফালানী খাতায় লিখছে। হতদরিদ্র মায়ের সমস্ত মনোযোগ মেয়ের খাতার দিকে। প্রতিদিনকার হাজারও বিপত্তি, দুই বেলা অন্ন সংস্থানের সংগ্রাম, ফুটপাতের কঠিন বাস্তবতা—কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি।
আলোকচিত্রী জাহিদুল করিমের তোলা এই ছবিটা যেন আমাদের দেশের প্রাথমিক শিক্ষার একটা অসাধারণ বিজ্ঞাপন হয়ে থাকল।
স্কুল থেকে একবার বাদ দেওয়া হয়েছে বলেই ফালানীর পড়ালেখা চিরতরে থেমে যাবে না এই আশা করি। হয়তো দুরাশা, তবুও আশা করতে ভালো লাগে, ফালানীরা সত্যি সত্যি এক দিন পড়ালেখা শিখে নিজের পায়ে দাঁড়াবে। আর, ওরা উঠে দাঁড়াতে না পারলে বাংলাদেশ কেমন করে বদলাবে?
—ইকবাল হোসাইন চৌধুরী

No comments

Powered by Blogger.