নাশকতার আশঙ্কা-সর্বাত্মক সতর্কতা প্রয়োজন

কিছুদিন ধরে ঘটে যাওয়া কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা দেশে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। প্রশ্ন দেখা দিয়েছে, জঙ্গিরা আবার মাথাচাড়া দিয়ে ওঠে কি না। পর্যালোচনা করে একথা বলা যায়, এ বিষয়ে সরকারের আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই।


সরকারি কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করে বিরোধীদলীয় পদক্ষেপগুলোর কারণে এমন আশঙ্কা তৈরি হয়েছে তা বলা যাবে না। আবার কিছু কিছু কর্মসূচি এবং নিকট-অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা পরস্পর সম্পর্কযুক্ত বলেও প্রতীয়মান হয়। এর মধ্যে কিছু ঘটনা আছে, যেগুলোকে গণতান্ত্রিক রাজনীতির জন্য মারাত্মক হুমকি হিসেবে গণ্য করতে হবে। বিশেষ করে কয়েক মাস আগে ঢাকার কাকরাইল এলাকায় পুলিশের ওপর অতর্কিত হামলার প্রসঙ্গই আনা যায়। যেভাবে কমান্ডো স্টাইলে পুলিশের ওপর হামলে পড়েছিল দুষ্কৃতকারীরা, তাতে স্বাভাবিক নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। কিন্তু বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক করার পর জনমনেও দ্বিধা এবং আতঙ্ক তৈরি হতে পারে। কারণ এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক রাষ্ট্রে জরুরি কোনো পরিস্থিতি তৈরি হলেই সাধারণত হতে দেখা যায়। বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে পত্রিকায় যেভাবে সংবাদ প্রকাশ হয়েছে তাতে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। বলা হয়েছে, রাজধানীসহ সারা দেশ অচল করার জন্য দুটি দল মাঠে কাজ করছে। সন্দেহ করা হচ্ছে, দুটি দলের সহযোগী সংগঠনের জঙ্গি সদস্যরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা করছে। বিশেষ করে রবিবার দিন যে সমাবেশ হবে, সেই সমাবেশ সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো হবে। এই পরিস্থিতিকে ব্যবহার করে আগামীতে রাজনৈতিক স্বার্থ হাসিল করা হবে। রাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতেই এমন মনে করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ সময়োপযোগী_এটা সন্দেহাতীত। কিন্তু এ ধরনের নাশকতার আশঙ্কা যে ক্ষণস্থায়ী তা মনে করা সংগত হবে না। কারণ দেশে যেভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী ও সমর্থকরা ধরা পড়ছে এবং তাদের কর্মকাণ্ড লক্ষ করা যাচ্ছে, তাতে মনে হয় তারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য যথেষ্ট তৎপর এবং সাংগঠনিকভাবে তারা কম শক্তিশালী নয়। তাদের সাংগঠনিক শক্তিকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। র‌্যাব, পুলিশ ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে, তা-ই সবার প্রত্যাশা।

No comments

Powered by Blogger.