অস্থিমজ্জায় ঘাপটি মেরে থাকে যক্ষ্মা!

যক্ষ্মা রোগ ঘাপটি মেরে থাকতে পারে রোগীর অস্থিমজ্জায়, যেখানে সব ধরনের ওষুধ থেকে এটা সুরক্ষিত থাকে। একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যক্ষ্মার চিকিৎসায় বর্তমানে বিভিন্ন ধরনের প্রতিষেধক রয়েছে। চিকিৎসায় এ রোগ ভালোও হয়। তবে চিকিৎসার পরও কয়েক বছর বা কয়েক দশক পরে কোনো কোনো ক্ষেত্রে তা ফিরে আসে। নতুন গবেষণায় এ ঘটনার ব্যাখ্যা মিলতে পারে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের পরিচালিত গবেষণায় দেখা গেছে, যক্ষ্মার জীবাণু রোগীর অস্থিমজ্জার কোষে ‘অনুপ্রবেশ’ করতে পারে। বিজ্ঞানীরা বলছেন, ওষুধ প্রতিরোধে এ অস্থিমজ্জার কোষগুলোর সহজাত কিছু বৈশিষ্ট্য রয়েছে। এ জন্য হয়তো তা বিভিন্ন ধরনের চিকিৎসার হাত থেকে জীবাণুকে বাঁচিয়ে রাখে।
গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক বিকুল দাস বলেন, যক্ষ্মা রোগ যে স্টেম সেলে থেকে যেতে পারে, এটা শুধু তার শক্ত প্রমাণই নয়; এটা প্রমাণ করে, এসব কোষ থেকে জীবন্ত ব্যাকটেরিয়া দীর্ঘ সময় পরও ছড়িয়ে পড়তে পারে। ইন্ডিপেন্ডেন্ট।

No comments

Powered by Blogger.