টেলিফোনে নাগরিক মন্তব্য-বড় চ্যালেঞ্জ :দুর্নীতি যেন প্রশ্রয় না পায়

পদ্মা সেতুতে বিশ্বব্যাংক ঋণ সাহায্য স্থগিত করলে বাংলাদেশের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা আসে। এরই মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। নিজস্ব অর্থায়নেপদ্মা সেতু নির্মাণের ব্যাপারে মতামত জানিয়েছেন পাঠকরা। গ্রন্থনা একরামুল হক শামীম ও রানা আব্বাস


শাহীন হাসনাত
চাকরিজীবী, মগবাজার, ঢাকা
আমি বিশ্বাস করি, এ সরকারের পক্ষে পদ্মা সেতুর কাজ করা সম্ভব এবং করা উচিত। বিশ্বব্যাংক যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে বিষয়টি স্বচ্ছভাবে দেখা উচিত। জনগণের আস্থা অর্জনের স্বার্থেই এই প্রক্রিয়া অনুসরণ করা দরকার। দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

মাজহারুল হক লিপু
শিক্ষক, মাগুরা
দেশীয় অর্থায়নে কাজ করা প্রশংসনীয় ব্যাপার হবে। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। তাই বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতায় আসতে পারলে ভালো হতো। বিশ্বব্যাংকের সঙ্গে হার্ডলাইনে যাওয়া ভবিষ্যতের জন্য ভালো
হবে না।

আমিনুর রশিদ বাবর
সাংবাদিক, গির্জাপাড়া, মৌলভীবাজার
পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের ভূমিকা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হলে একটি মাইলফলক হয়ে থাকবে।
আলতাব উদ্দিন
ব্যবসায়ী, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
এটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি সাহসী উদ্যোগ। তবে এ ক্ষেত্রে আবার যেন দুর্নীতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
বজলুর রহমান
চাকরিজীবী, রাজাবাড়ী, ঢাকা
স্বচ্ছতার সঙ্গে সরকারকে দ্রুত সময়ে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করতে হবে। পদ্মা সেতু এখন জনগণের আবেগের জায়গায় চলে গেছে। এ সরকার যদি সেতু সময়মতো নির্মাণ করতে না পারে তবে আগামী নির্বাচনে এর খেসারত দিতে হবে।
আঞ্জুমান আরা
গৃহিণী, পোস্তগোলা, ঢাকা
এমন সাহসী উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে সাধুবাদ জানাই। এখন দ্রুত সময়ে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করতে হবে। এ সেতু নির্মাণ করতে পারলে সারাবিশ্বে একটি ইতিবাচক বার্তা পেঁৗছাবে।
ওমর আলী
মানবাধিকার কর্মী, বাংলামটর, ঢাকা
অনেক দেরিতে হলেও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত অত্যন্ত যুগোপযোগী। বিশ্বব্যাংকের জবাব দিতে দ্রুত এ সেতু নির্মাণ করতে হবে।
ওয়াহিদ মুরাদ
কবি, স্বরূপকাঠি, পিরোজপুর
বাংলাদেশের জন্য 'একলা চলো নীতি'তে চলা বড় কঠিন কাজ। আবার দরিদ্র দেশ বলে সবার হাতের পুতুল হতে হবে তা মেনে নেওয়া যায় না। এখন সেতু নির্মাণে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
ডা. রমিজ
চিকিৎসক, বাঁশখালী, চট্টগ্রাম
সরকারের অবস্থানকে স্বাগত জানাই। বিশ্বব্যাংকের জবাব দেওয়ার এটাই উপযুক্ত সময়।
মো. রাজ
শিক্ষার্থী, শাবি, সিলেট
দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতির মাঝে সরকার আবার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের অর্থনীতির জন্য বড় একটা চাপ হয়ে যাবে।
ডা. সুভাষ চন্দ্র বিশ্বাস
চিকিৎসক, জকিগঞ্জ, সিলেট
এ সিদ্ধান্তে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আমরাও পারি। সেই সঙ্গে বিরোধী দলের অপপ্রচারও বন্ধ হওয়া জরুরি।
শেখ মো. আলী
ব্যবসা, তালতলা বাজার, মুন্সীগঞ্জ
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ। তবে অনেক চিন্তা-ভাবনা করা জরুরি। আমরা চাই আমাদের অর্থেই পদ্মা সেতু হোক। তবে সেতু নির্মাণ করতে গিয়ে আবার দেশের অর্থনীতির ওপর যাতে চাপ না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে।
মো. জয়নাল খান
ব্যবসায়ী, চর লক্ষ্মীপুর, ফরিদপুর
নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু হওয়া উচিত।
সোহেল রানা
চাকরিজীবী, শৈলকূপা, ঝিনাইদহ
এখানেও দুর্নীতি হবে কি-না তা নিয়ে আমরা উদ্বিগ্ন।
সিরাজুল ইসলাম
ভাসানটেক, চাকরিজীবী
নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ কখনোই সম্ভব নয়। বরং এখানে আরও বেশি দুর্নীতির সম্ভাবনা রয়েছে।
মো. আলী
চাকরিজীবী, হাজারীবাগ রোড. ঢাকা
আমরা সাধুবাদ জানাই। যদি দেশের সব নাগরিক একসঙ্গে এগিয়ে আসে তবে এ সেতু নির্মাণ করা কোনো ব্যাপারই না!
মো. কিবরিয়া হোসেন বাপ্পি
শিক্ষার্থী, আগ্রাবাদ, চট্টগ্রাম
তবে সরকারের উচিত হবে স্বচ্ছতা বজায় রেখে অর্থায়নের উৎসগুলো জনগণের কাছে উপস্থাপন করা। নতুন করে কোনো অনিয়ম মেনে নেব না।
শচীন্দ্রনাথ দেবনাথ
চাকরিজীবী, মুলাদী, বরিশাল
দেশের সব সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতনের একটি অংশ পদ্মা সেতুর পেছনে ব্যয় করা উচিত। পদ্মা সেতু নির্মাণ করে এক অনন্য গৌরব অর্জন করার সময় এখনই।
মো. খোকন মিয়া
দোকানদার, বেলাব, নরসিংদী
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার পরিকল্পনা আমাদের দেশের জন্য ক্ষতির কারণ হবে। এতে করে দেশের বাকি উন্নয়ন ব্যাহত হতে পারে।
গোপালকৃষ্ণ দেবনাথ
ব্যবসায়ী, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ অবশ্যই সম্ভব। এ উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ।
মো. চান মিয়া শিকদার
অ্যাডভোকেট সহকারী, শরীয়তপুর
প্রধানমন্ত্রীর ঘোষণায় আমি উচ্ছ্বসিত। যেহেতু বিশ্বব্যাংক বরাদ্দ বাতিল করেছে তাই নিজস্ব অর্থের মাধ্যমে পদ্মা সেতু করা উচিত হবে। এভাবে পদ্মা সেতু হলে তা হবে দেশের জন্য গৌরবের।
শামসুল হক
শিক্ষার্থী, বরিশাল
নিজস্ব অর্থে পদ্মা সেতু করা হলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা আছে। তেমনটা হলে আমাদের জন্য সমস্যা হবে।
ফারুক আহমেদ
সাংবাদিক, রাজশাহী
পদ্মা সেতু নির্মাণ করা জরুরি। দক্ষিণাঞ্চলের সঙ্গে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা এতে করে উন্নত হবে। জনগণ আশা করছে, সংসদ সদস্যদের পাশাপাশি মন্ত্রী, উপদেষ্টা এবং বিত্তবান লোকজন পদ্মা সেতুর কাজে অর্থ সাহায্য প্রদান করবেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হলে তা দেশের জন্যই গৌরবের বিষয় হবে।
মো. আবুল হাসান শেখ
বিজয়নগর, ঢাকা
কোটি কোটি টাকার মালিকদের কাছ থেকে অর্থ আদায় করতে পারলে ভালো হতো। ব্যাংকের মাধ্যমে টাকা জমা নেওয়া যেতে পারে। দেশের পড়ে থাকা অলস টাকা কাজে লাগাতে হবে।
হুমায়ুন বারী
চাকরিজীবী, গাজীপুর
নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতুর কাজ করা উচিত। বিশ্বব্যাংক আমাদের সঙ্গে প্রতারণা করেছে।
মাকসুদ আহমেদ সঞ্জু
এনজিওকর্মী, ঝিনাইদহ
আগে সরকার উদ্যোগ গ্রহণ করুক। সারাদেশের মানুষ এগিয়ে আসবে।
মো. আনোয়ার হোসেন
শিক্ষার্থী, বিয়ানীবাজার, সিলেট
বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া উচিত। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করলে জনগণের ওপর চাপ পড়বে।
মো. রানা
চাকরিজীবী, উত্তরা, ঢাকা
আমরা দেশের সবাই যদি এগিয়ে আসি তাহলে বাইরের সহযোগিতার প্রয়োজন নেই।
মোস্তাফিজুর রহমান মনির
ব্যবসায়ী, ঢাকা
আমরা অর্থ প্রদান করতে প্রস্তুত।
মো. তুহিন হোসেন
ব্যবসায়ী, ফরিদপুর
কাজে যেন স্বচ্ছতা থাকে। এমনিতেই বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনেছে। সরকার সে বিষয়ে জনগণের কাছে সঠিক জবাব প্রদান করতে পারেনি।
এমএ লতিফ মজুমদার
অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, ঢাকা
বাংলাদেশে যে কালো টাকা আছে তা সংগ্রহ করে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।
সৈয়দ নুরুল ইসলাম
পল্লী চিকিৎসক, কসবা, ব্রাহ্মণবাড়িয়া
বিশ্বব্যাংক অর্থ সাহায্য না নিলে জনগণের সাহায্যের মাধ্যমে পদ্মা সেতু হবে।
জোবায়ের ইসলাম
দোকানদার, চাঁপাইনবাবগঞ্জ
পদ্মা সেতুর ঘটনায় সরকারের ব্যর্থতার পরিচয় পাওয়া গেল। দুর্নীতির জন্য বিশ্বব্যাংক ঋণ দেয়নি। দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
সাদেক হোসেন
অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, যশোর
এমন উদ্যোগের ব্যাপারে ঘোষণা দেওয়ার জন্য প্রধামন্ত্রীকে ধন্যবাদ। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ সম্ভব।
মো. সাইফুল ইসলাম
প্রভাষক, ধনবাড়ী, টাঙ্গাইল
এটি সাহসী পদক্ষেপ। দেশের টাকা দেশেই বিনিয়োগ হবে। দেশের ভাবমূর্তি বাড়বে। জাতীয় স্বার্থে দেশের সকল রাজনৈতিক দলকে ঐকমত্যের ভিত্তিতে পদ্মা সেতুর অর্থসংস্থান করতে হবে।
উৎপল বণিক
ব্যবসায়ী, শ্যামগঞ্জ, ময়মনসিংহ
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে চাই। কিন্তু সাড়া দেব কীভাবে? ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত ছিল।
সুজন রায়
চাকরিজীবী, সিলেট
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
আহমেদ তানভীর
শিক্ষার্থী, সিলেট
অনেকেই ট্যাক্স ফাঁকি দেয়। ভালো করে ট্যাক্স আদায় করতে পারলে পদ্মা সেতুর টাকা উঠে যাবে।
লক্ষ্মীকান্ত চৌধুরী
ব্যবসায়ী, রাউজান, চট্টগ্রাম
আমি চাই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হোক। আমাদের দেশের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
ইউসুফ খান
চাকরিজীবী, জয়পুরহাট
প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন তা যথার্থ। আশা করছি এটি সফল হবে।
শহীদুল্লাহ চৌধুরী বাবলু
রাজনৈতিক কর্মী, লালখানবাজার, চট্টগ্রাম
দেশীয় অর্থেই পদ্মা সেতু হবে। এর জন্য ৩-৪ বছরমেয়াদি বিনিয়োগ বন্ড ছাড়া যেতে পারে।
জীবন কুমার মণ্ডল
প্রভাষক, কোটালীপাড়া, গোপালগঞ্জ
পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করলে ঠিক আছে। কিন্তু এর যে ব্যয়ভার তাতে বিদেশি ডলার লাগবে। তা সরকার দেবে কীভাবে? তবুও প্রধানমন্ত্রীর ঘোষণাকে সাধুবাদ জানাই।
তৈমুর হোসেন
চাকরিজীবী, ফরিদপুর
দুর্নীতির কারণেই আজকের এই অবস্থা।
পলাশ
ব্যবসায়ী, রাজবাড়ী
প্রধানমন্ত্রী ভালো উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে বিশ্বব্যাংককে সঠিক জবাব দেওয়া হবে। বিরোধী দল যে সমালোচনা করছে তা না করে সহযোগিতা করলে দেশের জন্য উপকার হবে।
মামুন হোসেন রোমান
ব্যবসায়ী, পল্টন, ঢাকা
পদ্মা সেতুর কাজ নিজস্ব অর্থায়নের মাধ্যমেই সম্ভব। এ দেশের মানুষ দলমত নির্বিশেষ এগিয়ে এলেই কাজ হবে।
শাখাওয়াত হোসেন কবির
ব্যবসায়ী, মতিঝিল, ঢাকা
বিভিন্ন পরিসেবা থেকে ১০ পয়সা করে চার্জ নেওয়া হলে অনেক টাকা উঠে যাবে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এগিয়ে এলে কাজ সহজ হবে।
জিয়া
ব্যবসায়ী, দোহার, ঢাকা
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ অবশ্যই সাহসী উদ্যোগ। তবে বিশ্বব্যাংকের অধীনে পদ্মা সেতু নির্মাণ করলে তার সুষ্ঠু তদারকি হতো। কিন্তু এখন তদারকি নিয়ে আমি যথেষ্ট সন্দিহান।
রনি
চাকরিজীবী, ফেনী
বাংলাদেশের সবাই চাইলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব। তবে সেখানেও দুর্নীতি হলে কাজ শেষ করা কঠিন হবে।
নুরুজ্জামান জাহাঙ্গীর
ব্যবসায়ী, ডামুড্ডা, শরীয়তপুর
পদ্মা সেতু নিজস্ব অর্থে নির্মাণ করা সম্ভব। টিভি-রেডিওর মাধ্যমে প্রচার করলে, ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করলে অনেক টাকা উঠবে।
এমএ কাদির তালুকদার
লেখক, ময়মনসিংহ
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর সিদ্ধান্ত প্রশংসনীয়। কিন্তু যেখানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, সেখানে এই কাজেও দুর্নীতি হবে বলেই ধারণা করছি।
শেখ হাবিবুর রহমান
চাকরিজীবী, খুলনা
পদ্মা সেতু নিয়ে জাতির বুকে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা যেন বিরোধী দল আর না বাড়ায়। জাতীয় স্বার্থেই নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা উচিত।
মফিদুল ইসলাম
চাকরিজীবী, ফরিদপুর
নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সিদ্ধান্ত প্রশংসনীয়।
রুনা আফরোজ
বিসিএস পরীক্ষার্থী, হাজারীবাগ, ঢাকা
আমাদের স্বপ্নের সেতু আমরা একাত্মবোধ দিয়ে গড়ে তুলতে চাই। আমাদের সেতু নিজস্ব অর্থায়নেই গড়ব।
মো. হাফিজুর রহমান
চাকরিজীবী, ফরিদপুর
সিদ্ধান্তকে স্বাগত জানাই। পদ্মা সেতু নিজেদের অর্থায়নেই করা উচিত।
হাসান
শিক্ষক, চাঁদপুর
নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু হবে। কিন্তু সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা তাতে কী অবদান রাখবেন সে প্রসঙ্গে তারা কিছুই বলেননি। তারা কি কেবল জনগণের টাকার ওপর নির্ভর করতে চান?
 

No comments

Powered by Blogger.