ফল+অফল=রাসায়নিক by রোমেন রায়হান

‘আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে
কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে...’
অন্য কিছুর খবর জানি না। ফল পাকানোর সূত্র
বদলে দিয়েছে কিছু বজ্জাত পাজি শ্যালকের পুত্র।
পাকা আম, জাম, তাল, আনারস, কলা, পেঁপে বা লিচুতে
চারিদিকে দেখি যত ফলমূল বাদ নাই কোনো কিছুতে—
পাকানোর কাজে এগিয়ে এসেছে নানা কেমিক্যাল দ্রব্য
সময় আসার বহু আগে তাই ফলেরা বাজারে লভ্য।

মৌল, যৌগ, অধাতু ও ধাতু কত কেমিক্যাল বঙ্গে
পার কার্বনেট, পার ম্যাঙ্গানেট পটাশিয়ামের সঙ্গে।
কেমিক্যালওয়ালা সম্মুখ সারি, কেমিক্যালহীন সাইডে
ফল ব্যবসায়ী হুমড়ি খেয়েছে ইথিলিনে, কার্বাইডে।
কেমিস্ট্রি পড়া ছাত্ররা ছাড়া এসব নাম কে জানত!
পত্রিকা পড়ে ম্যাংগো জনতা পুরোপুরি বিভ্রান্ত।

কেমিক্যাল এসে আসন গেড়েছে বাংলাদেশের জমিতে
ফল খেয়ে নাড়ি-ভুঁড়ি উল্টায়, ঘর ভেসে যায় বমিতে।
জমে ও মানুষে টানাটানি চলা—প্রতিদিনকার তথ্য
ন্যায় নীতিকথা সকলই মিথ্যা, কেমিক্যাল শুধু সত্য।
বিষয় এমন—ফল ছাড়ো, নয় বিষ খেয়ে পাও অক্কা
সৃষ্টিকর্তা ছাড়া কেউ নেই? আমাদের করে রক্ষা!

No comments

Powered by Blogger.