ডলফিন ও কুমিরের সংকর

১০০ বছরের বেশি আগে আবিষ্কৃত একটি জীবাশ্মকে (ফসিল) ডলফিন ও কুমিরের সংকর প্রাণীর দেহাবশেষ হিসেবে সম্প্রতি শনাক্ত করা হয়েছে। নতুন প্রজাতিটির নাম দেওয়া হয়েছে টাইরানোনেশাস লাইথ্রোডেকটিকোস।
যুক্তরাজ্য থেকে প্রকাশিত জার্নাল অব সিস্টেম্যাটিক প্যালেওনটোলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, জলচর এই শিকারি প্রাণী ১৬ কোটি ৩০ লাখ বছর আগে সাগরে বিচরণ করত। ডলফিনের মতো বৈশিষ্ট্যের একটি প্রাচীন কুমির গোষ্ঠীর অন্তর্ভুক্ত। শিকারের সুবিধার্থে প্রাণীটির রয়েছে চোখা মুখ, ধারালো দাঁত ও বিরাট চোয়াল।
যুক্তরাজ্যের পিটারবরা এলাকা থেকে বিংশ শতকের প্রথম দশকের শুরুর দিকে ফসিলটি উদ্ধার করা হয়। স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের হান্টেরিয়ান মিউজিয়ামে ফসিলটি বর্তমানে সংরক্ষিত রয়েছে। দেশটির এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্ক ইয়ং বলেন, শতবর্ষেরও বেশি দিন পরে প্রজাতিটি শনাক্তকরণের বিষয়টি সত্যিই আনন্দের। গার্ডিয়ান।

No comments

Powered by Blogger.