থাকসিনের বিরুদ্ধে নতুন পরোয়ানা

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এ পরোয়ানা জারি করেন। প্রায় ৩৪ কোটি ডলারের (সাড়ে ১০ হাজার কোটি বাথ) আর্থিক দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয়েছে।


থাকসিন ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। পদ ছাড়ার পর তাঁর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির মামলা হতে থাকে। গ্রেপ্তার এড়াতে ২০০৮ সালে থাইল্যান্ড ছেড়ে পালিয়ে যান তিনি। দেশ ছাড়ার পর বিভিন্ন মামলায় ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে প্রায় ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। থাকসিনের ছোট বোন ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বাধীন বর্তমান সরকার তাঁকে সাধারণ ক্ষমা করার প্রস্তাব দিয়েছিল। তবে বিরোধী দলগুলো এর তীব্র বিরোধিতা করেছে। রাষ্ট্রায়ত্ত ক্রুং থাই ব্যাংক থেকে আর্থিক দুর্দশাগ্রস্ত একটি আবাসন কম্পানিকে অনিয়মের মাধ্যমে সাড়ে ১০ হাজার কোটি বাথ ঋণ দেওয়া-সংক্রান্ত একটি মামলার সূত্র ধরে আদালত নতুন পরোয়ানা জারি করেন। থাকসিনসহ ২৭ জনের বিরুদ্ধে এই মামলা চলছে। থাকসিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ব্যাংকিং আইন লঙ্ঘনসহ পাঁচটি অভিযোগ রয়েছে।
গতকাল মামলার শুনানিতে থাকসিনের অনুপস্থিতিকে 'বিচার এড়িয়ে যাওয়ার ইঙ্গিত' হিসেবে গণ্য করেন আদালত। বিচারকদের একজন বলেন, 'আদালত শুধু থাকসিনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাঁকে আদালতে হাজির না করা পর্যন্ত বিচারপ্রক্রিয়া মুলতবি থাকবে।' সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.