স্পর্শে সাড়া দেবে থ্রি ডি ছবি by বি এম কৌশিক

টেলিভিশন, কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসে সমুদ্রের নিচের বিভিন্ন প্রাণীর চলাফেরার ভিডিও চিত্র দেখছেন। এগুলো যদি ছুঁয়ে দেখা যেত! কখনও এমনটি হচ্ছে মনে হলেও তা কল্পনাতেই সীমাবদ্ধ থাকে। তবে এই ইচ্ছেকে বাস্তবে রূপ দেওয়ার দারুণ একটি যন্ত্র উদ্ভাবন করেছেন গবেষকরা। এখন থেকে থ্রি ডি গেমিং চরিত্র ছুঁয়ে দেখা যাবে। জাপানোর কিয়ো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করেছেন এই যন্ত্র। নতুন এই যন্ত্রের নাম 'রিপ্রোথ্রি ডি'।


সম্প্রতি জাপানে কম্পিউটার এন্টারটেইনমেন্ট ডেভেলপার সম্মেলনে যন্ত্রটি দেখানো হয়। ভিডিও চিত্রকে অনেকটা বাস্তবরূপে চোখের সামনে দেখার জন্য এর আগে তৈরি হয় থ্রি ডি পর্দা। এতে প্রদর্শনের জন্য প্রস্তুত করা হয় থ্রি ডি ভিডিও চিত্র। ভিডিও চিত্রের এই বাস্তবতার রূপ দিতে আবিষ্কৃত রিপ্রোথ্রি ডি ডিভাইসে রয়েছে গল্গাসবিহীন থ্রি ডি প্যারালাক্স পর্দা। আর এই পর্দা ব্যবহারকারীদের প্রদর্শিত বিভিন্ন চরিত্রকে ছুঁয়ে দেখার সুবিধা দেবে। প্যারালাক্স হলো এমন একটি বিষয় যা ভিন্ন ভিন্ন কোণ থেকে কোনো বস্তুর অবস্থান ও আয়তনের বাস্তব রূপ প্রকাশ করে। নতুন আবিষ্কৃত এ যন্ত্রটির মাধ্যমে কোনো বস্তু বাস্তবে ছুঁয়ে না দেখা গেলেও এটি বাস্তবের মতো মনে হবে। এ ক্ষেত্রে একটি ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে যন্ত্রটি ব্যবহারকারীর হাত ও প্রদর্শিত বস্তুর নড়াচড়ার মধ্যে সামঞ্জস্য বিধান করবে। গবেষক দলটি বর্তমানে কোনো ছবি সরাসরি ছুঁয়ে দেখার অনুভূতি পাওয়ার জন্য হাতে ব্যবহৃত ডিভাইস তৈরির কাজে ব্যস্ত রয়েছে। যন্ত্রটিতে রেট্রো-রিফ্লেকটিভ প্রজেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি একই কোণ থেকে আলোকরশ্মি বিভিন্নভাবে প্রতিফলিত করে। প্রযুক্তিটি একই অবস্থানের আলোর প্রতিফলনের মাধ্যমে কোনো ছবি বিভিন্ন জায়গায় প্রদর্শন করবে। এমনটিই বলছিলেন গবেষক দলের সদস্যরা। তারা আরও বলেন, বিভিন্ন অ্যানিমেশন ও গেমে আকর্ষণীয় কিছু চরিত্র থাকে, যেগুলো ছুঁয়ে দেখতে ইচ্ছা হয়। এখন থেকে এসব চরিত্র ছুঁয়ে দেখার স্বাদ পাওয়া সম্ভব হবে। তবে থ্রিডি ছবি দেখার আগের পদ্ধতিটি এখনও ব্যবহারের কোনো সুযোগ হয়নি। গবেষক দলের ছুঁয়ে দেখার এই চিন্তা এখানেই থেমে যায়নি। আগামীতে তারা স্পর্শকাতর থ্রিডি ডিসপেল্গ সিস্টেম তৈরির চিন্তা করে যাচ্ছেন। এর মাধ্যমে ছুঁয়ে দেখার পদ্ধতিটি আরও সমৃদ্ধ হবে। বড় হবে স্পর্শকাতর ছবির আকার। আর এই স্পর্শকাতর থ্রিডি ডিসপেল্গ সিস্টেমের মাধ্যমে একাধিক ব্যক্তি একই জায়গায় বসে এই ফিচারটি ব্যবহারের স্বাদ পাবেন। তবে কবে নাগাদ বাণিজ্যিকভাবে যন্ত্রটি তৈরি শুরু হবে তা জানা যায়নি।
 

No comments

Powered by Blogger.