ত্রিমাত্রিক প্রসেসর বানাবে আইবিএম

প্রথমবারের মতো ত্রিমাত্রিক প্রসেসর নির্মাণের উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন টুলস [আইবিএম]। আইবিএম পরিকল্পনাটি দুই ধাপে বাস্তবায়ন করবে। ত্রিমাত্রিক চিপ বানানোর প্রথম ধাপ হিসেবে একধরনের তরল ধাতব প্রসেসর তৈরি করা হবে। আইবিএমের এক মুখপাত্র জানান, সাধারণত পানি কিংবা যে কোনো তরল পদার্থের অতিমাত্রায় তড়িৎ আহিত হওয়ার প্রবণতা রয়েছে। এসব পদার্থ যেকোনো ইলেকট্রিক সার্কিট ধ্বংস করে দিতে পারে।


তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ফ্লুইড। যার তড়িৎ আহিত হওয়ার মাত্রা নিয়ন্ত্রণ করা যায়। ফ্লুইডের এই সক্ষমতা কাজে লাগিয়ে আইবিএম ত্রিমাত্রিক প্রসেসর বানাতে উদ্বুদ্ধ হয়েছে। ত্রিমাত্রিক প্রসেসর নির্মাণের প্রাথমিক কার্যক্রম হিসেবে ত্রিমাত্রিক প্রসেসর এবং প্রচলিত চিপের মধ্যে ফ্লুইড যাতায়াত করতে পারে এমন চ্যানেল বানানো হবে। মূলত ফ্লুইড আকারে ব্যবহৃত হবে তরল ধাতব পদার্থ ভ্যানাডিয়াম। দুই পথ বিশিষ্ট এ চ্যানেলের একটির মধ্যে দিয়ে তরল ভ্যানাডিয়াম চালনা করা হবে। এটি বহন করবে চিপ চালানোর মূল রসদ চার্জিত কণা। অপরটি দিয়ে ট্রানজিস্টর থেকে ফ্লুইড বের করে নেওয়া হবে। এ প্রসেসর বানানো বেশ সময়সাপেক্ষ। তবে আইবিএম চাচ্ছে ২০১৪ সালের মধ্যে এর পরীক্ষামূলক সংস্করণ ছাড়তে। ধারণা করা হচ্ছে, এ ধরনের প্রসেসর চালিত কম্পিউটারের গতি হবে সুপার কম্পিউটারের গতির কাছাকাছি পর্যায়ের। আমিনুর রহমান

No comments

Powered by Blogger.