রাশিয়ার রাজধানীতে এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কোকে এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কয়েক ডজন ড্রোন এ হামলায় ব্যবহার করা হয়। এতে অন্তত একজন নিহত এবং গুরুত্বপূর্ণ শহরটির বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলার সম্মুখীন হলো রাশিয়া। মঙ্গলবার মস্কোর পরিস্থিতি ছিল ভয়াবহ। এ দিন মস্কোর আশপাশের বিমানবন্দর থেকে প্রায় ৫০টি ফ্লাইটকে কর্তৃপক্ষ সরিয়ে নিতে বাধ্য হয়।

রাশিয়া জানিয়েছে, তারা কমপক্ষে ২০টি ইউক্রেনীয় আক্রমণকারী ড্রোন ধ্বংস করেছে। এ ছাড়া অন্য ৮টি অঞ্চলে ১২৪টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়। এগুলোও মস্কোতে আঘাত হানার চেষ্টায় ছিল।

বিশ্বের অন্যতম ক্ষমতাশালী দেশ রাশিয়া। দেশটির রাজধানী মস্কোয় ২১ মিলিয়নেরও বেশি জনসংখ্যার বাস। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দপ্তর, বাণিজ্য কেন্দ্র, হাসপাতাল এ শহরে অবস্থিত। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, পারমাণবিক অস্ত্র শহরটিতে মোতায়েন থাকতে পারে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ড্রোন হামলা ইউক্রেনের রাজনৈতিক নেতৃত্বের আসল প্রকৃতির আরেকটি অনুস্মারক। তারা যে রাশিয়ার শত্রু সেটি আবারও প্রমাণিত। রাতের আঁধারে আবাসিক এলাকাগুলোতে হামলা সামরিক পদক্ষেপ হতে পারে না।

তিনি আরও বলেন, কিয়েভ সরকার তার প্রকৃতি প্রদর্শন করে চলেছে। তারা আমাদের শত্রু এবং আমাদের অবশ্যই এই ধরনের কর্ম থেকে নিজেদের রক্ষা করার জন্য বিশেষ সামরিক অভিযান চালিয়ে যেতে হবে।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে কয়েক হাজার সৈন্য পাঠিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর জবাবেই হামলা ইঙ্গিত করে কিয়েভ বলেছে, ৪৬টি ড্রোন দিয়ে আক্রমণ করেছে তারা। কিন্তু ৩৮টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস হয়। 

ড্রোন হামলায় বিধ্বস্ত মস্কোর একটি আবাসিক ভবন। ছবি : সংগৃহীত

No comments

Powered by Blogger.