২০২৭ সালের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিওনেয়ার হওয়ার দৌড়ে এগিয়ে ইলন মাস্ক

সম্পদবৃদ্ধির নিরিখে এবার সকলকে পিছনে ফেলতে চলেছেন ধনকুবের ইলন মাস্ক। পৃথিবীর প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার পথে টেসলা কর্তা।ইনফর্মা কানেক্ট আকাডেমির রিপোর্ট অনুসারে ইলন মাস্ক ২০২৭ সালের মধ্য়েই বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হবেন বলে দাবি করা হচ্ছে। তিনিই হলেন টেসলা, স্পেস এক্স, ও এক্স হ্যান্ডেলের অন্যতম মালিক ।দুবাইয়ের ইনফর্মা কানেক্ট আকাডেমির সমীক্ষায় সম্পদবৃদ্ধির নিরিখে মাস্ককে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে। তারা জানিয়েছে, বার্ষিক ১১০ শতাংশ হারে সম্পত্তি বাড়ছে মাস্কের। সম্প্রতি ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স জানায়, এই মুহূর্তে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ২৩৭ বিলিয়ন ডলার ।  সেই নিরিখে ২০২৭ সালের মধ্যে মাস্কের সম্পত্তি ১ ট্রিলিয়নে (  ১ ট্রিলিয়ন অর্থাৎ ১০০ লক্ষ কোটি ডলার। )গিয়ে ঠেকবে বলে মত ইনফর্মা কানেক্ট আকাডেমির।সামনের বছরগুলিতে একাধিক ধনকুবের এই ট্রিলিয়নারিস ক্লাবে  নাম লিখিয়ে ফেলবেন বলে খবর। সেই রিপোর্ট অনুসারে ২০২৮ সালের মধ্য়ে ভারতের ধনকুবের গৌতম আদানি এই তালিকায় নাম লিখিয়ে ফেলবেন বলে খবর।তিনি পৃথিবীর দ্বিতীয় ট্রিলিয়নেয়ার হতে পারেন। আদানি গ্রুপের ব্যবসা বাড়ছে  হু হু করে  । আদানির ব্যবসার মধ্য়ে অন্যতম হল পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন। এছাড়াও বন্দর, টার্মিনাল কৃষি, জেনারেল লজিসটিক্স, ইন্ডাসট্রিয়াল পার্কস সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিনিয়োগ রয়েছে। এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রেও আদানির বিনিয়োগ রয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আদানি ব্যবসার গড় বৃদ্ধির পরিমাণ ১২২.৮৬ শতাংশ। এর পাশাপাশি, Nvidia-র প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং, Meta-র সিইও মার্ক জাকারবার্গ, NVMH-এর বার্নার্ড আর্নো-ও ট্রিলিয়নেয়ার হওয়ার দৌড়ে রয়েছেন। ২০৩০ সাল নাগাদ তাঁরা ট্রিলিয়নেয়ার হতে পারেন বলে জানা যাচ্ছে।

mzamin
সূত্র : হিন্দুস্থান টাইমস

No comments

Powered by Blogger.