সীমান্ত হত্যা: প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতীয় দূত, উপদেষ্টা বললেন আমরা যুদ্ধ চাই না

সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত বিদ্যমান সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। এমন মন্তব্য করে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যতটা সম্ভব কড়া ভাষায় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সেগুনবাগিচায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে উপদেষ্টা এসব কথা বলেন। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হয়েছেন। এ ঘটনায় নোট পাঠিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। তারপরও সীমান্ত হত্যার ঘটনা ঘটছে। প্রতিবাদে কাজ না হলে বাংলাদেশ কী করবে? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। আমাদের এই মুহূর্তে এটুকুই করার আছে। আমরা তো যুদ্ধ বাঁধাতে পারি না! আমরা কোনো অবস্থাতেই যুদ্ধ চাই না। এ সময় দুই দেশের স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার স্বার্থে এখনই সীমান্তে রক্ত ঝরা বন্ধের তাগিদ দেন তিনি।

এদিকে উপদেষ্টা যখন গণমাধ্যমের মুখোমুখি ঠিক সেই সময়ে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে ছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ভারতীয় হাইকমিশন উভয়ে এটাকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেন। সেই সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার মুহূর্তে মিডিয়ার সঙ্গে কথা বলেন ভারতীয় দূত। সেখানে সীমান্ত হত্যার বিষয়ে তার দৃষ্টি  আকর্ষণের চেষ্টা করেন উপস্থিত সাংবাদিকরা। কিন্তু হাইকমিশনার মিস্টার ভার্মা তা এড়িয়ে যান।
উপদেষ্টার প্রত্যাশা বাংলাদেশের প্রতিবাদ আমলে নেবে ভারত: গণমাধ্যমের সঙ্গে আলাপে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্ত হত্যার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ইস্যু। সেটা আমরা প্রতি মুহূর্তে বলছি। আমরা আশা করবো, ভারত আমাদের প্রতিবাদ নোট আমলে নেবে। নোটে বাংলাদেশ দাবি জানিয়েছে, যারা সীমান্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচারের সম্মুখীন করার। উপদেষ্টা বলেন, আমরা আর একটি হত্যাকাণ্ডও দেখতে চাই না। অতীতের ঘটনাগুলোর নিন্দা জানিয়ে আমরা স্পষ্টভাবেই এটা বলেছি। সম্প্রতি মৌলভীবাজার জেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হ?ন। স্বর্ণা দাসের ঝরা রক্তের দাগ শুকানোর আগেই (৩ দিনের মাথায়) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে  জয়ন্ত কুমার সিংহ নামের ১৫ বছর বয়সী আরেক বাংলাদেশি নিহত হন। ওই কিশোর বালিয়াডাঙ্গী উপজেলার ফকিরভিটা বেলপুকুর গ্রামের বাসিন্দা মহাদেব কুমার সিংহের ছেলে। এ ঘটনায় মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলী নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। ঠাকুরগাঁও সীমান্তে কিশোর হত্যার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা একই রকম প্রতিবাদ জানাবো। যেখানে আমাদের সুযোগ হবে আমরা বলবো। এটা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা নেতিবাচক ভূমিকা রাখছে। দুই দেশের স্বার্থে উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের পক্ষেও উপকারী হচ্ছে বলে আমি কাউকে বলতে শুনিনি।  
সম্পর্ক এগিয়ে নিতে সম্পৃক্ততা অব্যাহত রাখার প্রতিশ্রুতি হাইকমিশনারের: এদিকে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার দুপুরে নতুন পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি আলাপে বলেন, ‘দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমরা বাংলাদেশের সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। বহুমুখী খাতের সম্পর্ক এগিয়ে নিতে আমরা আমাদের সম্পৃক্ততা বজায় রাখবো। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং আমরা আগামী দিনগুলোতে এই সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার অপেক্ষায় আছি। এ সময় নতুন পররাষ্ট্র সচিবের সঙ্গে পরিচয়ের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে বলে দাবি করেন প্রণয় ভার্মা। এদিকে সীমান্ত হত্যা বিষয়ক এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা ডিপ্লোমেটিক জাবাব দেন। বলেন, আমি বিষয়টি নিয়ে কথা বলতে চাই না, কারণ ইতিমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। গত ৫ই অগাস্ট ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পলায়নের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সমীকরণ দেখা দিয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। যা উভয়ের জন্য তৈরি করেছে।

No comments

Powered by Blogger.