পাঠক কর্নার: সেরা চিঠি-টি-টোয়েন্টিতে কেন পিছিয়ে বাংলাদেশ?

টি-টোয়েন্টি আসার পর অনেক ক্রিকেট বিশ্লেষকই বাংলাদেশকে নিয়ে উচ্চাশা ব্যক্ত করেছিলেন। কারণ, বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশি স্ট্রোক খেলতে পছন্দ করেন। ছয়-সাত বছর পার হয়ে গেলেও ক্রিকেটের ক্ষুদ্রতর এই সংস্করণে বাংলাদেশ ‘বাংলাদেশ’ই রয়ে গেছে। আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও নেই সাকিব-তামিমরা।


কারণ, র‌্যাঙ্কিংয়ে নাম ওঠানোর জন্য গত বছর নির্দিষ্ট পরিমাণ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। ফলও হাতেনাতে পাওয়া যাচ্ছে। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠতে ব্যর্থ বাংলাদেশ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই দলের আয়ারল্যান্ড সফরটি খুবই গুরুত্বপূর্ণ। দুই-তিন বছর আগেও অনেকগুলো টি-টোয়েন্টি খেলার সুযোগ পেতেন ক্রিকেটাররা। এনসিএল, পিসিএল, প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট খেলার সুযোগ ছিল তাঁদের। কিন্তু পিসিএল বাতিল হয়ে গেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েই নির্ভার থাকার চেষ্টা বোর্ড কর্মকর্তাদের। তবে তাঁদের বুঝতে হবে বিপিএলের পাশাপাশি দ্বিপক্ষীয় বিভিন্ন সিরিজে টি-টোয়েন্টি ম্যাচেরও আয়োজন করলে উপকৃত হবে ক্রিকেট দল। পাশাপাশি ক্রিকেটারদেরও আরও সচেতন হতে হবে। আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে তাঁদের। তবেই টি-টোয়েন্টি ক্রিকেটেও উন্নতি করবে বাংলাদেশ।
রাফি রেদোয়ান, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঢাকা

প্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলো সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।

No comments

Powered by Blogger.