রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৫১
বিবিসি নিকিতা পেট্রোভ নামের প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছেন। তিনি একজন ক্যাডেট। মাত্র দুই সপ্তাহ আগে তিনি পোলতাভা মিলিটারি কমিউনিকেশনস ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। ২৬ বছর বয়সী এই ক্যাডেট বলেছেন, ‘মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই হামলা করা হয়েছে। প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতের মাত্র তিন সেকেন্ডের মধ্যেই দ্বিতীয়টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ভয়ার্ত ওই শব্দ শুনে আমি দৌড়ে বাহিরে বের হয়ে আসি। দেখলাম আমাদের ইনস্টিটিউটের চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। অনেকেই সেখানে দাঁড়িয়ে ধূমপান করছিল এবং মুহূর্তের মধ্যেই কয়েকজন মারা গেল।’ অস্ত্রের এমন দুর্বিষহ হামলা স্বচক্ষে দেখে মানসিকভাবে অসুস্থবোধ করছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী এই ক্যাডেট। তিনি বলেছেন, সেখানে অনেক রক্ত আর অনেক মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সকাল ৯টা ৮ মিনিটে সতর্ক সাইরেন বাজানো হয়। এর কয়েক মিনিটের মধ্যেই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে। কয়েকদিন আগে ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কর্মকতাদের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কির পাঠানো একটি দল। তারা ওয়াশিংটনের বৈঠকে মার্কিন প্রশাসনের কাছে তাদের দেয়া সকল অস্ত্র ব্যবহারের অনুমোদন চেয়েছিলেন। মার্কিন কর্মকর্তাদের সাথে এই বৈঠকের পরই ইউক্রেনের ভূখণ্ডে এমন ভয়াবহ হামলা চালালো রাশিয়া। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলো কিয়েভকে ভারী অস্ত্র দিলেও সকল অস্ত্র ব্যবহারের অনুমোদন করেনি। এতে বেশ বিচলিত মনোভাব প্রকাশ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
No comments