মুরসির উৎখাত ভুল ছিল
একটি গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে যে, মোহাম্মদ মুরসির অপসারণ প্রক্রিয়া নিয়ে মিসরীয়রা দ্বিধাবিভক্ত। ৫১ শতাংশ মিসরীয় মনে করছেন, বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে অপসারণটা ভুল। আর ৪৬ শতাংশ মনে করছেন সিদ্ধান্তটা ঠিক হয়েছে। ‘জগবি রিসার্চ সার্ভিসেস (এলএলসি)’- নামে একটি গবেষণা প্রতিষ্ঠান চলতি সপ্তাহে তাদের জরিপের ফলাফল প্রকাশ করেছে। এই নিয়ে তৃতীয়বারের মতো জরিপ করা হল। এ বছরের মে’র দিকে সামরিক অভ্যুত্থানের ঠিক আগে প্রথম জরিপটি হয়েছিল এবং দ্বিতীয়টি হয়েছে গত জুলাইয়ে। এ জরিপগুলোতে মিসরীয় রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠী, তাহরির স্কয়ার, অন্তর্বর্তীকালীন সরকার, মুসলিম ব্রাদারহুডসহ নানা বিষয়ে মিসরীয় জনগণের মতামত নেয়া হয়। মোবারক অপসারণের পর গত দু’বছর ধরে মিসরীয় জনগণের মতামত কিভাবে পাল্টেছে এটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এক হাজার ৪০৫ জন ১৮ বছর ঊর্ধ্বে মিসরীয়দের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎকার নিয়ে এই জরিপটি করা হয়েছে।
১৮ বছর ঊর্ধ্বে নারী ও পুরুষের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগতভাবে তাদের মতামত নেয়া হয়েছে। সাক্ষাতকার চলেছে ১৬ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। মিসরের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, গ্রাম থেকে শহর সব জায়গা থেকেই সাক্ষাতকার নেয়া হয়েছে। এলাকাগুলোর মধ্যে আছে কায়রো, গিজা, আলেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ, সুয়েজ, মানসুরা, তান্তা, শুভ্র আল খীমাহ, আসিউত, মেনিয়া এবং বানি সুয়েইফ। গত মে মাসের জরিপে দেখা গিয়েছিল যে, সাধারণ মানুষ মনে করেছিল মুসলিম ব্রাদারহুড ক্ষমতা কুক্ষিগত করছে এবং তাদের আদর্শ দেশের মানুষের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে, দেশে অনেক পরিবর্তন নিয়ে আসছে। তখন ৯৪ শতাংশ মানুষ সামরিক বাহিনীকে সমর্থন করতো। তবে সমর্থন বিভক্ত ছিল দুভাগে- ৪৪ শতাংশ সামরিক হস্তক্ষেপ সমর্থন করতো, আর ৫৬ শতাংশ ছিল এর বিপক্ষে। গত জুলাইতেও সামরিক বাহিনীর প্রতি সমর্থন ছিল ইতিবাচক। ইজিপ্ট ডেইলি।
No comments