চীনের প্রথম বিমানবাহী রণতরী

চীনের ইতিহাসে প্রথমবারের মতো বিমানবাহী রণতরীর যাত্রা শুরু হলো। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে 'লিয়াওনিং' নামের রণতরীটি সাগরে ভাসে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। ৩০০ মিটার দৈর্ঘ্যের রণতরীটির নামকরণ করা হয়েছে চীনের লিয়াওনিং প্রদেশের নামে।


উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির দালিয়ানে চীনা নৌবাহিনীর প্রধান বন্দরে এটিকে আধুনিকভাবে সজ্জিত করা হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নে তৈরি রণতরীটিকে ইউক্রেনের কাছ থেকে কিনে নেয় চীন। বেইজিং এমন সময় এটিকে সক্রিয় করল, যখন পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে এ অঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে।
চীনা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গতকাল দালিয়ান বন্দরে আনুষ্ঠানিকভাবে রণতরীটিকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এখন থেকে এটি প্রশিক্ষণে অংশ নেবে।
নৌবাহিনীতে রণতরীটির অন্তর্ভুক্তিকে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও অর্থনীতির অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের সবাই বিমানবাহী রণতরীর মালিক হলো। এত দিন কেবল চীনেরই বিমানবাহী রণতরী ছিল না। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.