রাতের কলকাতায় নিরাপত্তা আরও জোরাল করছে লালবাজার by সেবন্তী ভট্টাচার্য্য

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে  ধর্ষণ ও খুনকাণ্ডের পর  কলকাতা শহরের নিরাপত্তা আরও জোরাল করছে লালবাজার।

১) রাতে নজরদারিতে ট্রাফিক পুলিশের জন্য  এসওপি (SOP) চালু করা হয়েছে
২) নয়া নিয়ম অনুযায়ী, হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান, বহুতল ও শপিং মলগুলিতে বাড়তি নজরদারি চালাতে হবে।
৩) ওইসব জায়গা কতটা সুরক্ষিত, অপরাধমূলক কার্জকম হয় কি না – সেসব খুঁটিনাটি বিষয়ে যথাযথ নজর দিতে হবে এবার থেকে।
৪) বিশেষ করে নারী  ও শিশুদের সুরক্ষার দিকে বিশেষ নজর দিচ্ছে লালবাজার।
৫)   ট্রাফিক গার্ডগুলি রাতে নিজেদের কর্তব্য  পালন করছে কি না, তার নজরদারি করতে সুপারভাইজিং আধিকারিক থাকছেন।
৬) রাতে নজরদারিতে অ‌্যাডিশনাল কমিশনার (ACP) ও ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকরাও থাকবেন।  কর্মরত নাইট অফিসার ও কর্মীদের তিনি ব্রিফ করবেন।

এদিকে আরজি কর-কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ সাত জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত। এ বার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ, অভিযুক্ত, অভিযুক্তের ‘বন্ধু’, হাসপাতালের চার চিকিৎসক শিক্ষার্থীর  পলিগ্রাফ পরীক্ষা করাতে পারবে সিবিআই। পলিগ্রাফ পরীক্ষাকে ‘লাই ডিটেক্টর’ পরীক্ষাও বলে থাকেন কেউ কেউ। অর্থাৎ, অভিযুক্ত মিথ্যা বলছেন কি না, তা যাচাইয়ের পরীক্ষা। প্রতিটি প্রশ্ন শোনার পর এবং উত্তর দেওয়ার সময় অভিযুক্তের শারীরবৃত্তীয় প্রতিক্রিয়াগুলি একটি গ্রাফ বা লেখচিত্রের মধ্যে ধরা পড়ে। পরে এই লেখচিত্র বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করা হয় যে, অভিযুক্ত মিথ্যা কথা বলছেন না সত্যি।

No comments

Powered by Blogger.