কোচদের হাসি কেন বিদায় বেলায় বিষাদে রূপ নেয়! by ইশতিয়াক পারভেজ
১৯৯০-এ জাতীয় দলের প্রথম বিদেশি কোচ হিসেবে বাংলাদেশে এসেছিলেন মুদাসসর নজর। মাঝে কেটে গেছে ৩৪ বছর। এর মধ্যে দেশি ও বিদেশি মিলিয়ে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আরো ১৫ জন দায়িত্ব নেন। যেখানে হাথুরুসিংহে দুই দফায় ছিলেন দায়িত্বে। শেষ পর্যন্ত কেউ এখনো কোচ হিসেবে হাসিমুখে বিদায় নিতে পারেননি। আর বিসিবি’রও শেষ হয়নি ভালো কোচ খোঁজা। আসলে কেমন কোচ চায় বিসিবি! তার চেয়ে বড় প্রশ্ন ভালো কোচের ব্যাখ্যাটাই বা কী! শুধু তাই নয়, কোচ এসেছেন কোচ গেছেন কিন্তু টাইগার ক্রিকেটের কোনো উন্নতি হয়নি। বিশেষ করে স্টুয়ার্ট ল বলছেন, গত ২৫ বছরে কোনো উন্নতি হয়নি। তিনি বলেছেন, ‘হয়তো এখন বসে ভাবার সময় যে, আমরা যেভাবে করছি, তা কাজে লাগছে না। আমরা এগোইনি, হয়তো ভিন্ন কিছু করা দরকার। এসব আলোচনা বর্তমান বোর্ড করে না, কিন্তু তাদের খেলাটির সবদিকেই চোখ রাখতে হবে।’ অন্যদিকে ভালো কোচ কেমন হবে আর কেন কোনো কোচই সফলতা পাচ্ছেন না তা নিয়ে প্রশ্নের উত্তরে নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘ভালো বলতে আমরা বুঝি যে রেজাল্ট দেবে। আমার মনে হয় তারা আন্তর্জাতিক পর্যায়ে যে প্রতিযোগিতা দেখে আসেন সেটি আমরা দেশে দিতে পারিনি। আমাদের ক্রিকেটে কোন প্রতিযোগিতা নেই, সেটির অভাবটা বেশ বড় হয় কোচদের কাছে যে কারণে তাদের কাছেও একটি শূন্যতা তৈরি হয়। যে কারণে এখনো আমরা পিছিয়ে।’
শুধু কি তাই! কোচদের বিষাদের বিদায় কি সফলতা না পাওয়ার ক্ষেত্রেই তৈরি হয়! এ নিয়ে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের বাংলাদেশের প্রতিনিধি আতিফ আজম বলেন, ‘দেখেন যে কোচ আসে সবার কাছেই আমাদের বড় প্রত্যাশা থাকে। যতো দিন যায় প্রত্যাশা ততো বড় হতে থাকে। যখন সেটি হয় না তখনই তৈরি হয় জটিলতা। আরেকটি বিষয় হলো কোচরা সফল হয় না কারণ তাদের কাজের সুযোগটাও এক সময় কমে আসে। আপনি যদি স্টিভ রোডসের কথা বলেন, সে কিন্তু একটা পরিকল্পনা নিয়ে এসেছিল। তাকে সেটি করতে না দিয়ে বের করে দেয়া হয়। এখানে আমাদের তো ভুল আছেই।’
কোচদের নিয়ে বাংলাদেশে যা হচ্ছে তার কারণে এখন বিদেশি ভালো কোচ পাওয়াও কষ্টের। বড় মানের কোচরা তো আসতেই চান না। ফিল সিমন্স হয়তো সব জেনেই এসেছেন যে কারণে প্রথম দিনই বলে দিলেন বাইরে নয়, ক্রিকেটেই তার মনোযোগ। তিনি বলেন, ‘বাইরে কী হচ্ছে তা নিয়ে মাথা না ঘামানো এবং ক্রিকেটে মনোযোগ রাখা আমাদের দায়িত্ব। আমি সেটাই নিয়ন্ত্রণ করতে চাই, যা আমার নিয়ন্ত্রণে থাকবে। তা হলো প্রস্তুতি। সোমবার শুরু হতে যাওয়া ম্যাচেই আমাদের সব মনোযোগ।’
No comments