১০ বছর পর বিধানসভা নির্বাচন হতে চলেছে কাশ্মীরে

জম্মু- কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য  নিঘণ্ট প্রকাশ করলো ভারতের জাতীয় নির্বাচন কমিশন। ২০১৪ সালের পরে ২০২৪। ঠিক এক দশক পরে বিধানসভা ভোট হতে চলেছে জম্মু ও কাশ্মীরে।  মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ ঘোষণা করলেন, এবার কাশ্মীরে ভোট হবে ৩ দফায়। ভোটগ্রহণ ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ১৯ আগস্ট শেষ হচ্ছে অমরনাথ যাত্রা। ২০ তারিখেই ঘোষিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। ভোটের ফল ঘোষণা হবে ৪ অক্টোবর। পুনর্বিন্যাসের পরে মোট ৯০টি বিধানসভা কেন্দ্র আছে। তফসিলি উপজাতিভুক্ত কেন্দ্রের সংখ্যা নয়।

আর তফসিলি জাতিভুক্ত কেন্দ্রের সংখ্যা সাত। মোট ভোটারের সংখ্যা হল ৮৭.০৯ লাখ। পুরুষ এবং মহিলা ভোটারের সংখ্যা মোটামুটি সমান। প্রথমবারের ভোটদাতা হলেন ৩.৭১ লাখ। আর যুব সম্প্রদায়ের ভোটার ২০ লাখের মতো নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। এক দশকের ব্যবধানে  পূর্ণ রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে কাশ্মীর। নরেন্দ্র মোদি  সরকার ২০১৯ সালের ৫ অগস্ট কেন্দ্র সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদে বর্ণিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করেছিল। সাবেক জম্মু-কাশ্মীর রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভাগ করা হয়েছিল।  তিন বছর আগেই অবশ্য রাজনৈতিক অচলাবস্থার কারণে ভেঙে দেওয়া হয়েছিল বিধানসভা। ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বরে শেষ বার বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীর রাজ্যে। এ বার সুপ্রিম কোর্ট আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট করানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র এবং কমিশনকে। জম্মু-কাশ্মীরে মোট আসন সংখ্যা ১১৪টি হলেও ভোট গ্রহণ করা হবে ৯০টিতে। বাকি ২৪টি আসন রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে।  লোকসভা ভোটে জম্মু উপত্যকার জম্মু ও উধমপুরে বিজেপি জিতেছে। শ্রীনগর এবং বারামুলায় কংগ্রেসের সহযোগী ন্যাশনাল কনফারেন্স। অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রে নির্দল প্রার্থী।

সূত্র : হিন্দুস্থান টাইমস

No comments

Powered by Blogger.