পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি -উপদেষ্টা নাহিদ
উপদেষ্টা বলেন, ‘সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করার বিষয়টি সত্য নয়। পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এমন প্রমাণও কেউ দেখাতে পারবে না। একটি পক্ষ থেকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে।’
তথ্য উপদেষ্টা বলেন, ‘দীর্ঘদিন ধরে পার্বত্য জেলাগুলোতে বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে। আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো অভ্যন্তরীণভাবে সমাধান করতে হবে। বিষয়টি নিয়ে দেশের মানুষ সতর্ক ও রাষ্ট্র গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।’
ফেনীতে বন্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের উজানের পানিতে ফেনীতে বন্যা হয়েছে। এখন কীভাবে ক্ষতি কমিয়ে আনতে পারি, বাঁধগুলো স্থায়ীভাবে করা যায় কিনা সেটিও ভাবতে হবে। বন্যা পরবর্তী এখন পুনর্বাসন কার্যক্রম কীভাবে দ্রুত সম্পন্ন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রাথমিকভাবে গৃহ নির্মাণের চাহিদা এবং শিক্ষা উপকরণের ক্ষতির তথ্য নিশ্চিত করে দ্রুত সরবরাহ করতে হবে। আশা করছি সবাই ঘর পাবেন, কেউ গৃহহীন থাকবেন না।’
পরে উপদেষ্টা বন্যাকবলিত ফুলগাজী উপজেলার জগতপুর এলাকা পরিদর্শন করেন। এ সময় ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান ও ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে তথ্য উপদেষ্টা ফুলগাজীর আনন্দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইস্তিয়াক আহমেদ শ্রাবনের কবর জিয়ারত করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments