ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি

ইরানের আরাক পারমাণবিক রিএ্যাক্টর
ইরানের পারমাণবিক কর্মসূচী আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়মিত পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইরান। কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার সকালে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চলতি মাসের ২০ তারিখ থেকে এই চুক্তি কার্যকর হবে। আর পরবর্তী ছয় মাসের মধ্যে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ চুক্তি সম্পাদিত হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানালেও চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে তেহরানকে সতর্ক করে দিয়েছেন। চুক্তির শর্ত মোতাবেক, এই সময়সীমার মধ্যে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত এবং ইতিমধ্যে সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের ২০ শতাংশ অকার্যকর করবে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেন, "এই চুক্তি বাস্তবায়নের সময় থেকে তেহরানের ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করা উচিত।" তিনি জানান, জানুয়ারির ২০ তারিখ থেকে চুক্তি বাস্তবায়নের ব্যপারে দু’পক্ষই সম্মত হয়েছে। ওইদিন থেকে উভয় পক্ষই জেনেভা চুক্তির শর্তাবলী বাস্তবায়ন শুরু করবে। আর সেদিন থেকেই যেন ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু হয়—সে প্রত্যাশার কথাও জানান তিনি। ইরান গোপনে পারমানবিক অস্ত্র তৈরি করছে পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে। তবে পশ্চিমাদের এমন অভিযোগ বরাবরই নাকচ করেছে দেশটি।

No comments

Powered by Blogger.