বন্ধ! by- মুনিরা চৌধুরী

সম্প্রতি সরকার মানবতাবিরোধী দুজন অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর উপলক্ষে ফেসবুক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। খেয়াল করলেই দেখবেন, প্রক্সি সাইট ব্যবহার করে যে কেউ ফেসবুক ব্যবহার করতে পারে।
সম্প্রতি একটি জরিপে দেখা যায়, জঙ্গিরা বা অপরাধীরা প্রযুক্তি ব্যবহারে সর্বাধিক এগিয়ে। সরকার যে কারণে ফেসবুক বন্ধ করেছে, তা অপরাধীদের ক্ষেত্রে মোটেও প্রযোজ্য নয়। তারা তাদের কাজ ঠিকই করে যাচ্ছে, পক্ষান্তরে অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ।
সুতরাং সাধারণ মানুষের অসুবিধার কথা বিবেচনা করে ফেসবুক অনতিবিলম্বে খুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
মুনিরা চৌধুরী, ধানমন্ডি, ঢাকা।

No comments

Powered by Blogger.