পান্নুনকে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক ‘র’ অফিসারের দিকে আঙুল তুললো আমেরিকা

বিকাশ যাদবকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তার নামে হুলিয়া জারি করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। একটি পোস্টারও ছাপিয়েছে তারা। নিউইয়র্কে শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন হত্যাচেষ্টার ঘটনায় ভারতের এই  সাবেক গোয়েন্দা কর্মকর্তা  বিকাশ যাদবকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের আশপাশে খলিস্তানপন্থী পান্নুনকে হত্যার যে ছক তৈরি করা হয়েছিল, তাতে সামিল ছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা 'রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং'-র (RAW) সাবেক অফিসার বিকাশ যাদব (৩৯)। তার বিরুদ্ধে খুনের জন্য লোক ভাড়া করা, আর্থিক তছরূপের জন্য চক্রান্ত করার মতো একাধিক  অভিযোগ তোলা হয়েছে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার ওয়ে বলেন, ‘আসামি যাদব একজন ভারতীয় সরকারি কর্মী। তিনি একজন অপরাধীর সহযোগীর সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিলেন এবং আমেরিকার মাটিতে একজন মার্কিন নাগরিককে হত্যার চেষ্টা করেছিলেন। যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য সহিংসতা বা অন্যান্য প্রচেষ্টা সহ্য করবে না এফবিআই।’

বৃহস্পতিবারের এই অভিযোগ দায়েরের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ভারত সরকার। তবে এর আগে এই হত্যার ষড়যন্ত্রে একজন সরকারি কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছিল তারা। আমেরিকার মাটিতেই পান্নুনকে হত্যার ছক করা হয়েছিল বলে যে অভিযোগ তুলেছিল মার্কিন প্রশাসন, তারপরে বিষয়টি তদন্ত করে দেখার জন্য একটি কমিটিও গঠন করেছে ভারত। বৃহস্পতিবারই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আমেরিকা যে তথ্যপ্রদান করেছে, তা খতিয়ে দেখার জন্য ভারতের তদন্ত কমিটির দু'জন ওয়াশিংটনে গিয়েছিলেন। ভারতের তদন্ত কমিটির দু'জন সদস্য আমেরিকার এফবিআইয়ের  কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি দলের সঙ্গে বৈঠক করেন। যে বৈঠক নিয়ে সন্তোষপ্রকাশ করেন আমেরিকার  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। আর সেই বৈঠকের ৪৮ ঘণ্টা পরেই সাবেক ‘র’ অফিসারের বিরুদ্ধে পান্নুনকে খুনের চক্রান্তে সামিল থাকার অভিযোগ তুলেছে আমেরিকা। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক বি গারল্যান্ড বলেন, 'আজ যে অভিযোগ করা হলো, তা থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকানদের টার্গেট করা এবং তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়ার মতো কাজ বরদাস্ত করবে না জাস্টিস ডিপার্টমেন্ট। মার্কিন নাগরিকের অধিকার খর্ব করার মতো কাজ করা হলে সেটাও বরদাস্ত করা হবে না।'

সূত্র : গ্লোবাল নিউজ

mzamin

No comments

Powered by Blogger.