আফগানিস্তানে টেকসই সাফল্য চায় যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে টেকসই সফলতা ও স্থায়ী স্থিতিশীলতার আশা করছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির ভবিষ্যৎ নিয়ে আফগান নেতৃবৃন্দ ও কমান্ডোদের সঙ্গে আলোচনার জন্য নয়া পেন্টাগন প্রধান অ্যাস্টোন কার্টার শনিবার কাবুলে এসেছেন। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার কয়েক দিনের মাথায় কার্টার এ সফর করছেন। তবে এ সফরের ব্যাপারে আগে থেকে কোনো ঘোষণা দেয়া হয়নি। আফগানিস্তানে ১৩ বছরেরও বেশি সময় ধরে মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। তবে দেশটি থেকে এখন ধাপে ধাপে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়া হচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে অবতরণের আগে বিমানে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম সপ্তাহেই আমি আফগানিস্তান সফরে যাচ্ছি কারণ সেখানে আমাদের এখনও ১০ হাজার সৈন্য মোতায়েন রয়েছে।’
তিনি বলেন, তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি, অন্যান্য নেতা এবং মার্কিন শীর্ষ কর্মকর্তা ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নেয়া কার্টার বলেছেন, ‘আফগানিস্তানে টেকসই সাফল্যের খোঁজে আছি আমরা।’ তিনি বলেন, ‘কীভাবে এটি করা যাবে, এটি করার সব চেয়ে সেরা উপায় কী, এসব বের করার জন্যই আমি এখানে এসেছি। আফগানিস্তানের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনায় কী ধরনের পরিবর্তন আসতে পারে সেই সম্পর্কে সফরসঙ্গী সাংবাদিকদেরও কিছু জানাননি কার্টার। আফগানিস্তানে ইসলামিক স্টেট’র (আইএস) তৎপরতার কোনো খবর পাওয়া গেছে কিনা জিজ্ঞেস করা হলে কার্টার বলেন, ‘যেসব প্রতিবেদন আমি দেখেছি তাতে তাদের সংখ্যা কম পাওয়া গেছে।’ সফরে আফগান প্রেসিডেন্ট আশ্রাফ ঘানি, আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্র বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল জন ক্যাম্পবেল এবং সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল লয়ড অস্টিনের সঙ্গে বৈঠক করবেন। ডিসেম্বরে বিদেশী সেনারা আফগানিস্তানের যুদ্ধ মিশন শেষ করে নিজ নিজ দেশে ফিরে গেছেন, কিন্তু ছেড়ে যাওয়া দেশটি এখনও তালেবানের রক্তক্ষয়ী বিদ্রোহের মোকাবেলা করে যাচ্ছে। বিবিসি।

No comments

Powered by Blogger.