‘শান্তি বজায় রাখতে চেষ্টা করে যাব’ -একুশে গ্রন্থমেলার উদ্বোধন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি জাতি বীরের জাতি। এই জঙ্গিবাদী কর্মকান্ডের কাছে তারা মাথানত করবে না। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা চেষ্টা করে যাব। রোববার বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশে গ্রন্থমেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনেরও উদ্বোধন করেন।  চলমান আন্দোলনের নামে নাশকতা বন্ধের আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, রাজনীতি করতে গিয়ে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেন, তার খেসারত তাকেই দিতে হবে। কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষ কি অপরাধ করেছে যে, তাদের পুড়িয়ে মারতে হবে। ককটেল, বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হওয়া উচিৎ বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মানুষ শান্তিতে থাকতে চায়। গত বছরও নির্বাচনের আগে বহু মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। আমরা সে অবস্থা কাটিয়ে উঠেছিলাম। ১লা জানুয়ারি নতুন বই তুলে দিয়েছি। দেশ এগিয়ে যাচ্ছিল। যখনই বাংলাদেশের জন্য সম্ভাবনার দুয়ার খুলে যায় তখনই আঘাত আসে।  তিনি বলেন, এসএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ, আমরা শিশুদের জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। শেখ হাসিনা আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমরা ভাষার উন্নয়নে প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গড়ে তুলেছি। উদ্বোধন শেষে গ্রন্থমেলা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির সভাপতি প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রমুখ।

No comments

Powered by Blogger.