ট্রাম্প নির্বাচিত হওয়ার পর জেলেনস্কির সঙ্গে মাস্কের ফোনালাপ কিসের ইঙ্গিত দিচ্ছে
ট্রাম্প প্রশাসন ইউক্রেনের বিষয়ে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আনবে কি না সে বিষয়টিও এখনও অস্পষ্ট। কিন্তু বিজয়ী বক্তব্যে ট্রাম্প বলেছিলেন তিনি কোনোরকম ‘যুদ্ধের’ পক্ষে নন, তিনি যুদ্ধের অবসান চান। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাতে সিএনএন ট্রাম্প- জেলেনস্কির কথোপকধনের বিষয়টি নিশ্চিত করেছে। সিএনএন মার্কিন গণমাধ্যম এক্সিওস-এর বরাতে জানিয়েছে, সেদিন দু’টি বিস্ময় ছিল- প্রথমটি হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মাস্কের ফোনালাপ, আর দ্বিতীয়টি হচ্ছে- জেলেনস্কি মাস্কের কথাগুলো মন দিয়ে গুরুত্বের সঙ্গে শুনেছেন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তনে ইলন মাস্ক যে কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়টিও স্পষ্ট হয়েছে সেদিন।
জেলেনস্কির সঙ্গে আধঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেন ট্রাম্প ও মাস্ক। নির্বাচনে ট্রাম্পের ভূমিধস জয়ে অভিনন্দন জানিয়ে কথা শুরু করেন কিয়েভের নেতা। তিনি সে সময় ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। তবে বিস্তারিত নীতি সম্পর্কে কিছুই উল্লেখ করেননি মার্কিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট। মাস্কের স্টারলিঙ্কের মাধ্যমে মহাকাশে ইউক্রেনকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি। ২০২২ সালে রাশিয়ার হামলার বিপরীতে স্টারলিঙ্ক ইউক্রেনের সেনাবাহিনীকে রিয়েল-টাইম ড্রোন শনাক্ত এবং ডেটা ফুটেজ সংগ্রহে সাহায্য করে আসছে। এমন সব অঞ্চলে ইউক্রেনকে সহযোগিতা করেছে স্টারলিঙ্ক যেসব স্থানে মোবাইল নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে রাশিয়া। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন তারা। ট্রাম্প তখন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
No comments