পাকিস্তানের রেলস্টেশনে ভয়াবহ বোমা হামলা, নিহত ২৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা হামলা চালিয়েছে ‘সন্ত্রাসীরা’। কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির কোয়েটা রেলওয়ে স্টেশনে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫০ জন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, স্থানীয় সম্পদের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে প্রদেশটিতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। বেলুচিস্তানের সিটি মেয়র হতাহতের খবর নিশ্চিত করেছেন। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা মুহাম্মদ বালুচ বলেন, ধারণা করা হচ্ছে ৬ থেকে ৮ কেজি ওজনের আত্মঘাতী বোমা দিয়ে হামলা চালিয়েছে হামলাকারীরা।

হতাহতের মধ্যে সামরিক ও বেসামরিক উভয় পক্ষের লোকজন রয়েছে। তিনি আরও বলেন, ভিডিও ফুটেজে দেখা যায় ঘটনাস্থলে শতাধিক লোক উপস্থিত ছিলেন। বিস্ফোরণের সময় একটি ট্রেন পেশোয়ারের উদ্দেশে প্ল্যাটফর্ম ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি আরও বলেন, ‘বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করছে। এছাড়া ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন চাওয়া হয়েছে।’ আব্দুল জব্বার নামের এক আহত ব্যক্তি জানিয়েছেন, তিনি স্টেশনে ঢুকে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার সময় বিকট বিস্ফোরণ হয়। তিনি বলেন, ‘আসলে বিস্ফোরণের ভয়াবহতা মুখের ভাষায় বর্ণনা করার মতো নয়, আমার মনে হয়েছিল কেয়ামত হয়ে গেছে।’

বালুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রশিক্ষণ শেষে কোয়েটা থেকে ফেরার পথে পাকিস্তানের একটি সামরিক ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী এই ঘটনাকে শোচনীয় হিসেবে উল্লেখ করেছেন। অপরাধীদের ‘পশুর চেয়েও নিকৃষ্ট’ বলেও অভিহিত করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রাখবে এবং 'তাদের উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসবে’। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এই বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীরা ‘মানবতার শত্রু’।

উল্লেখ্য, বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ। প্রাকৃতিক সম্পদের দিক থেকে প্রদেশটি সবচেয়ে ধনী হলেও তেমন কোনো উন্নয়নের ছোঁয়া নেই। ইরান এবং তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সীমান্তে এই অঞ্চলটির অবস্থান। গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি হামলার সাক্ষী হলো বেলুচিস্তান।

mzamin

No comments

Powered by Blogger.