রাজশাহীতে ভয়াবহ সংঘর্ষ, মেয়রসহ আহত ৫০
অবরোধ এবং আধা বেলার হরতাল চলাকালে আজ
বুধবার রাজশাহীতে পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষে সিটি করপোরেশনের
মেয়রসহ ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা নগরের কাদিরগঞ্জ এলাকা থেকে অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি নগরের মালোপাড়া ও সোনাদীঘি মোড় হয়ে রাজশাহী কলেজের সামনে গিয়ে নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়েন। সকাল সোয়া আটটার দিকে পুলিশ সাঁজোয়া যান দিয়ে রাস্তায় বসে থাকা নেতা-কর্মীদের সরিয়ে যেতে বলে। তখন নেতা-কর্মীরা পালাতে শুরু করেন। পুলিশের ওই গাড়ি লক্ষ্য করে বিএনপি নেতা-কর্মীরা ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশও পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে থাকলে নেতা-কর্মীরা রাজশাহী কলেজের ভেতরে অবস্থান নেন। পুলিশ কলেজের বাইরে থেকে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে কলেজের প্রশাসন ভবনের সামনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিএনপির নেতা-কর্মীদের ছোড়া ককটেলের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পুলিশ এ সময় ১১ জনকে আটক করে। এ সংঘর্ষে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুসহ দলের নেতা-কর্মী আহত হন।
রাজশাহী সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী আবু জাফর টুটু প্রথম আলো ডটকমকে জানান, পুলিশের রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেলে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন, সাবেক মেয়র মিজানুর রহমানসহ দলের অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান জানান, বিএনপির নেতা-কর্মীদের ককটেলে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত থাকায় পুলিশ আটক করেছে ১১ জনকে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ দলীয় নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে আজ আধা বেলা হরতাল পালিত হয়।
প্রথম আলো পাঠকের ( ৩০ ) মন্তব্য সহ
- FOHAD২০১৩-১১-২৭ ১৭:২২ via computer৫৫৭৩সন্ত্রাসীদের কঠোর হাতে দমনে দেশবাসীর পূর্ন সমর্থন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনির প্রতি।
- momena২০১৩-১১-২৭ ১৮:১০ via computer২২এখানেই জামাত শিবিরের অভয়ারণ্য।
- মনিরুজ্জামান২০১৩-১১-২৭ ১৮:১৬ via computer০০অবাক লাগে মেয়র ও কক্টেল পুলিশের উপর ইট মারাতে অংশ নিচ্চে !
- kazi s ahmed২০১৩-১১-২৭ ১৯:১৬ via phone০০Count your " shamarthan ".
- Fahim Sohan২০১৩-১১-২৭ ১৯:২২ via phone০০মতিয়া চৌধুরী,আব্দুল জলিল,জিল্লুর রহমান এদেরকেও রাজপথে দমন করতে দেখেছি।এতে কি হয়েছিল? বিএনপি ক্ষমতায় থাকতে পেরেছিল? নির্বাচন করতে পেরেছিল? তখন আওয়ামীলীগের উপর অধিকাংশ মানুেষর সহানুভূতি ছিল,এখন বিএনপির উপর।এই অবস্থা হাসিনার তৈরি,তাকেই এর সমাধান করতে হবে।তিনি চাইলে এক মিনিটে এর সমাধান সম্ভব।
- নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৭ ২০:১৭ via computer০০৫০% এর থেকে বেশি দেশবাসি তো আপনাকে ডিসলাইক দিয়ে গেলো, এখন কি হবে বলুন তো?
- shanta২০১৩-১১-২৭ ১৭:২৬ via computer৪২৫৮সন্ত্রাসী সে যেই হোক না কেন তাদের কঠোর হাতে দমন করতে হবে, নো মারসি। রেলের স্লিপার খুলে ফেলা, বাসে আগুন, প্রেট্রল বোমা নিক্ষেপ, ককটেল বাজী কোন ভাবেই গণতান্ত্রিক আন্দলন নয়। যারা এই সব করবে পুলিশের উচিৎ তাদের ডিরেক্ট সুট করা, কারণ দেশটা এই সব রাজনীতিবিদ মুখোশ ধারি সন্ত্রাসীদের জন্য নয়, এদেশ শান্তি প্রিয় বাঙ্গালীর।
- F.H. Anik২০১৩-১১-২৭ ১৭:৪৯ via computer২৩৪০পুলিশ গুলি করলেই মানবাধিকার সংস্থা এসে চিল্লাবে... এইতো বাংলাদেশ!!!!!!!!!!!!!।
- Prodip২০১৩-১১-২৭ ১৮:১০ via computer০১শতভাগ সহমত @ Shanta ..এদেশ সন্ত্রাসীর নয়, সে দলের হোক ..সন্ত্রাসীদের যে কোন কর্মকান্ডে কঠোর ব্যবস্থা নেয়া হোক.. রেলের ফিসপ্লেট যারা খুলে তাদের সরাসরি গুলি করা হোক ..
- Md. Rezaul Karim২০১৩-১১-২৭ ১৭:২৭ via computer৩৭৪২কথায় আছে মাইরের ওপর ওসধ নাই।
- সাইফুল আলম২০১৩-১১-২৭ ১৯:৫১ via computer০০ঠিক, পুলিশ কী করতেছে বুঝলাম না।
- A.M.M Mustafizul Mannan২০১৩-১১-২৭ ২০:৩৩ via phone০০পুলিশ-কে গুলি করার সার্টিফিকেট দিতে চান নাকি !
- নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৭ ১৭:৩৯ via computer৩২৩৩রেলের স্লিপার খুলে ফেলা, বাসে আগুন, প্রেট্রল বোমা নিক্ষেপ, ককটেল বাজী কোন ভাবেই গণতান্ত্রিক আন্দলন নয়। সন্ত্রাসীদের কঠোর হাতে দমনে দেশবাসীর পূর্ন সমর্থন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনির প্রতি।
- মনিরুজ্জামান২০১৩-১১-২৭ ১৮:১৮ via computer০০এ সব হল মুনাফের/ কাপুরুশের আনদলন
- Md. Rezaul Karim২০১৩-১১-২৭ ১৭:৪১ via computer২৭৩৯জামাত এবং বিএনপি সন্ত্রাসীদের কঠোর হাতে দমনে দেশবাসীর পূর্ন সমর্থন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনির প্রতি। কারন দেশ বা জাতি এই সন্ত্রাসীদের হাতে জিমমি থাক্তে পারে না, না এবং না।
- Tamim Hasan২০১৩-১১-২৭ ১৮:১৩ via tablet০০Extinction plan of opposition party is not extortion. Right?
- Harunur Rashid২০১৩-১১-২৭ ১৭:৪৩ via computer৪২৩১পুলিশ বরাবরের মতই বাড়াবাড়ি করছে , এতে সহিংসতা আরো বাড়বে ।
- মনিরুজ্জামান২০১৩-১১-২৭ ১৮:১৯ via computer০০পুলিশের বাড়াবাড়ি আপনার চোখে পড়ল !!! আর কিছু চোখে পড়ল না ?????
- mahmud২০১৩-১১-২৭ ১৯:৪৪ via computer০০তাই নাকি ??
- নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৭ ১৭:৫৮ via computer১৯৩১মানুস মারা এদের কাছে খেলা মনে হচ্ছে । এই হিংস্রতা বন্ধের জন্য আইন শ্রিঙ্খলা বাহিনী কে আর কোঠর হতে হবে ।
- Humaun sohel২০১৩-১১-২৭ ১৭:৫৮ via computer৩১১৯পুলিশকে দিয়ে এত বাড়াবাড়ি করিয়েন না, নতুবা ভবিষ্যত এখনও বাকি আছে....!!!!!!
- Nafis wasit Zaman২০১৩-১১-২৭ ১৯:২৩ via computer১০i hate police work
- Sohel Rahman২০১৩-১১-২৭ ২০:০২ via computer০০আওয়ামী লীগ ২১ বছর সরকারের বাইরে ছিল ।তারা কিন্তু নিশেষ হয়ে যায়নি । তাই বি এন পি -জামাত যদি মনে করে এ রকম পটকা বা বোমাবাজি করে সরকার পতন করানো যাবে ,তা হবে মসত বড় ভুল । তত্বাবধায়ক সরকার একটি পপুলার ইস্যু । ১৯৯৬ এবং ২০০৬ সালে বি এন পি বিরোধীতা করলেও তা মেনে নিতে বাধ্য হয়েছিল । এবারও তার পুনরাবৃক্তি হবে সবাই তা আশা করেছিল । দলীয় কিছু কর্মী ছাড়া সাধারন জনগন মাঠে নামছে না কেন ?
- Hasan Mazid২০১৩-১১-২৭ ১৮:০৭ via computer০০পুলিশ বাড়াবাড়ি করছে আর আন্দোলনকারীরা ককটেল/ বোমা এগুলো দিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন করছে!
- নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৭ ১৮:১৩ via computer০০অাইন শৃন্খলা বাহিনী যতই কঠোর হবে..দেশের মানুষ ততই স্বস্তি পাবে .. দেশবাসীর পূণৃ সমর্থন রয়েছে ,,সন্ত্রাসবিরোধী কঠোরতার প্রতি ..
- মনিরুজ্জামান২০১৩-১১-২৭ ১৮:২০ via computer১০পুলিশ কে আরও কঠোর হতে হবে এ সব জংগি সন্তরাসিদের দমনে
- sheikh shahed hossain২০১৩-১১-২৭ ১৮:২১ via computer০০যেখানে জামাত শিবির বেশি সেখানে ভয়াবহতা বেশি ।এরা শুধু মানুষ মারবে না দেশকেও মারবে, তাই আসুন সবাই একসাথে মিলে এদের দেশ থেকে বিতাড়িত করি।
- MONIR২০১৩-১১-২৭ ১৯:৪৫ via computer১০কাল টিভিতে দেখলাম মেয়র আহত আজ আবার দেখতেছি মেয়র আহত হইছে আজ, বুঝলাম না । লাকসামে মারা গেলো নিরিহ রিক্সসার ডাইভাই, এন টি ভিতে দেখলাম চাতরো দলের করমি মারা গেছে । এই সব কি সংবাদ ?
- ahmed২০১৩-১১-২৭ ২০:৩২ via computer০০রাজাকার নিপাত যাক ।।
- Syed RonY২০১৩-১১-২৭ ২০:৪০ via computer০০নিষিদ্ধ হোক প্রাণঘাতী হরতাল , বিবেক শূন্য রাজনীতি আর কতকাল ?