নারী ভোটারদের মন জয়ের চেষ্টায় কৌশলী ওবামা-রমনি

দ্বিতীয় পর্বের জমজমাট প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর যথারীতি আবার প্রচারণার মাঠে ফিরে গেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে বিতর্ক শেষে পরের দিন বুধবারই 'দোদুল্যমান' অঙ্গরাজ্যগুলোয় জনসমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করেন দুই প্রার্থী।


বিতর্কের মঞ্চে ওবামা-রমনির মধ্যে জেন্ডার সমতার প্রশ্নে ব্যাপক বাদানুবাদের রেশ পড়ছে তাঁদের নির্বাচনী বক্তৃতায়ও। নারী ভোটারদের মন জয়ের লক্ষ্যে নিয়েছেন তাঁরা নানা কৌশলও।
এদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় শিশুবিষয়ক বই ও সাময়িকী প্রকাশনা সংস্থা স্কলাস্টিক পরিচালিত প্রতীকী (মক) ভোটে ডেমোক্র্যাট প্রার্থী ওবামা জয়ী হয়েছেন। এতে ওবামা পেয়েছেন ৫১ শতাংশ ভোট। বিপরীতে রমনির পক্ষে রায় পড়েছে ৪৫ শতাংশের। গত ১৫ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত ১৮-এর কম বয়সী প্রায় আড়াই লাখ শিক্ষার্থী এতে অংশ নেয়। ১৯৪০ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রতীকী এ নির্বাচনের আয়োজন করে আসছে স্কলাস্টিক।
দ্বিতীয় বিতর্কে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে আবির্ভাবের পর জনসমর্থন ওমাবামুখী হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। রিপাবলিকান ঘেঁষা জরিপকারী সংস্থা রাসমুসেনের জরিপেও ১১ দোদুল্যমান অঙ্গরাজ্যে রমনির চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছেন ওবামা। এ অঙ্গরাজ্যগুলোতে গত সপ্তাহের কয়েকটি জরিপে পাওয়া গিয়েছিল বিপরীত চিত্র_রমনি এগিয়ে ছিলেন দুই পয়েন্টে। তবে গ্যালাপের করা জরিপে, জাতীয়ভাবে রমনির চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে আছেন ওবামা।
ওবামা বুধবার আইওয়া ও ওহাইয়ো অঙ্গরাজ্য সফর করেন। ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাসের প্রতি সমর্থন জানাতে ওবামা এদিন হাতে পরেন গোলাপি রঙের 'রিস্টব্যান্ড'। ভোটারদের স্মরণ করিয়ে দেন, চলতি মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম যে বিলে সই করেন তিনি, তা ছিল নারীদের অধিকারবিষয়ক। ওবামার সইয়ের পর সেটি আইনে পরিণত হয়। কংগ্রেসে বিলটি পাস হওয়ার সময় রমনি কোনো ভূমিকা রাখেননি। রমনির প্রচারণা শিবির অবশ্য জানিয়েছে, আইনটি বাতিলে রিপাবলিকানরা উদ্যোগী হবেন না। এর পরিপ্রেক্ষিতে বিতর্কের জেন্ডার সমতার প্রসঙ্গ টেনে ওবামা ফোঁড়ন কেটে বলেন, 'সেটা কোনো জটিল প্রশ্ন নয়। কথা হলো, সমান কাজের জন্য সমান পারিশ্রমিক।'
এদিন রমনি সফর করেন আরেক গুরুত্বপূর্ণ রাজ্য ভার্জিনিয়া। তিনি সেখানে তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, 'নারীদের উন্নয়নের প্রশ্নে প্রেসিডেন্ট ওবামা ব্যর্থ হয়েছেন। নারীদের চাকরি পেতে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে।' অর্থনীতির ক্ষেত্রে ওবামা প্রশাসনের ব্যর্থতারও অভিযোগ করেন তিনি।
এদিন প্রচারণার অংশ হিসেবে একটি নতুন টেলিভিশন বিজ্ঞাপনও বাজারে ছাড়ে রিপাবলিকান শিবির। সেখানে নারীদের প্রেসিডেন্ট প্রার্থী পছন্দ করতে অর্থনীতির দিকটিও বিবেচনায় নিতে বলা হয়েছে। সূত্র : বিবিসি, জিনিউজ, টেলিগ্রাফ।

No comments

Powered by Blogger.