তিমি শিকার বিষয়ে সমঝোতা হয়নি

তিমি শিকারি দেশগুলোর সঙ্গে ‘শান্তি চুক্তিতে’ পৌঁছাতে ব্যর্থ হয়েছে শিকারবিরোধী দেশগুলো। ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশনের (আইডব্লিউসি) বার্ষিক সভায় দুই দিনব্যাপী আলোচনার পরও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। গত সোমবার মরক্কোর আগাদিরে দুই দিনব্যাপী এই সভা শুরু হয়।
সমঝোতায় পৌঁছাতে ব্যর্থতার জন্য আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিরা পরস্পরকে দায়ী করছেন।
জাপানের কনিষ্ঠ কৃষি ও মৎস্যমন্ত্রী ইয়াসুয়ি ফুনাইয়ামা বলেন, খসড়া প্রস্তাবে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, তা জাপানের জন্য মেনে নেওয়া খুব কঠিন।
জাপান আর্থিক সহায়তার শর্ত হিসেবে তিমি শিকার বিষয়ে কয়েকটি দেশের সমর্থন আদায়ের চেষ্টা করছে—মর্মে খবর প্রকাশিত হলে এ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়।
উল্লেখ্য, জাপান, আইসল্যান্ড, নরওয়ে, কানাডাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে তিমির মাংস ও তেলভিত্তিক শিল্প রয়েছে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনসহ অনেক দেশ তিমি শিকারের বিরোধিতা করে আসছে।

No comments

Powered by Blogger.